,মানুষ প্রতিদিন বাচে না , প্রতিদিন বেচে যায় , মারা যায় একদিন
"SOME DREAMS HAVE TO DIE"
কিছু কিছু স্বপ্নের মৃত্যু হতেই হয় ।
তেমনি আমার বুয়েট এ ভর্তি হবার স্বপ্নটার ও মৃত্যুই হল । আমার নিজের এবং আমার নিজের চাইতেও বেশি স্বপ্ন ছিলো আমার বড় ভাইয়ের । আমাকে বুয়েটে ভর্তি করাবার । কিন্তু গতকাল রাতে বুয়েট এর সেমিনার এ আমার স্বপ্নের মৃত্যু ঘটল ।
এবার বুয়েট এ বাংলা , ইংরেজি , রসায়ন , পদার্থ , গণিত এ মোট ২৪ পয়েন্ট চেয়েছে । আমার ইন্টার এ বাংলা এবং ইংরেজি তে মিস ছিলো । আমার পয়েন্ট ২৩ । কিন্তু প্রত্যেক বারের হিসেবে ইংরেজি , রসায়ন , পদার্থ , গণিত এ ১৯ আসলেই চান্স হত । বাংলা কে হিসাব করা হত নাহ ।
আমার ও ১৯ ই ছিলো । আমার ধারণা ছিলো এবার রেজাল্ট যেহেতু একটা Disaster ই ছিলো তাই বুঝি ১৯ ই চাবে । তাই আমি সেভাবেই প্রস্তুতি নিতে থাকি । কিন্তু গতকাল বুয়েট এর এই সিদ্ধান্ত টাতে মনটা ভেঙ্গে গেলো । বুয়েট কে খুব উচু মানের একটি বিশ্ববিদ্যালয় মনে করতাম ।
কিন্তু কালকের সিদ্ধান্ত টার পর খুব সন্দেহই মনে হচ্ছে । আমার বিজ্ঞান বিভাগ এর সবগুলোতেই এ+ ছিলো সুধু ইংলিশ এই ছিলো নাহ । কিন্তু আমার এক বন্ধুর পদার্থ তে মিস । সে ঠিক ই এপ্লাই করতে পারতেসে আর আমি সবগুলোতে পেয়েও পারতেসি না ।
নিজের জন্য কষ্ঠ টা কম ।
নিজের চাইতে বেশি ভাইয়ের জন্য কষ্ঠ হচ্ছে । আমার বড় ভাই বুয়েট এ যখন চান্স পায় নি । তখন থেকেই তার একটা জেদ কাজ করত । আমাকে বুয়েট এ ভর্তি করাবেই । এবং সেভাবেই ক্লাস ৮ থেকে আমাকে প্রস্তুত করেছে ।
এবং মেট্রিক , ইন্টার দুটোতেই আমার সাইন্স এর সব সাবজেক্ট এই এ+ ছিলো । আমার ভাই আমাকে খুব ভালো ভাবেই প্রস্তুত করেছিলো বুয়েট এ ভর্তি করানোর জন্য । আমার ভাই যখন প্রথম একটা রোবট এর শুধু মাত্র হাত তৈরি করে তখন আমাকে বলেছিলো " আমি শুধু হাত টা বানাইসি , তুই কিন্তু পুরা বডি টা তৈরি করবি । " আমি বলেছিলাম " আমি তো তোমার ডুপ্লিকেট বানাবো " ।
আজ যখন বড় ভাইকে বললাম ।
"ভাই বুয়েট এ পরিক্ষা দিতে পারতেসি না , ২৪ চাইসে "
বড় ভাই বলল
"ধুর বেটা , তো কি হইসে ? তোর কি ? বুয়েট তোর মত স্টুডেন্ট রে না পায়া ওদের দুঃখ করা উচিত , তুই পেরা নেস কেন ? বিন্দাস পরতে থাক , ভার্সিটির অভাব পরসে"
বড় ভাইয়ের এই ঠাট্টা র পেছনে কিছুটা কষ্ঠ ছিলো তা কেউ বুঝোক আর না বুঝোক আমি বুঝতে পেরেছিলাম ।
বড় ভাই সর্যি পারলাম না তোমার স্বপ্ন টা পূরণ করতে । কিন্তু তোমার রোবট এর বডি টা একদিন বানাবোই আমি ।
আমার মতো এরকম অভাগা অনেকেই আছে যাদের স্বপ্ন টা আজ বিসর্জন দিতে হল।
দোয়া করবেন আমার জন্য , যেন বড় ভাইয়ের রোবট টা আমি পূর্ণ করতে পারি ।
চেষ্ঠার কোন ত্রুটি রাখব না ইন-শা-ল্লাহ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।