বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা... চির উন্নত শির......
ঝাপসা রবি
ধ্রুব তারা,
ঝাপসা চাঁদের আলো।
আগে তো সব ভালই ছিলো
কেন এমন হল?
ঝাপসা তরু,
ঘর বাড়ি সব,
ঝাপসা দিঘির জলও।
যাই দেখি ঝাপসা লাগে বল্ব কি আর বল?
স্বচ্ছ ধরা ঝাপসা হয়ে
শিখিয়ে দিলো মোরে,
চশমা পড়ে,মাঝ পুকুরে
আর যাব না পরে!!
উৎসর্গঃঅভিজিত বিশ্বাস।
বিঃদ্রঃআমার এই বন্ধুটা পুজায় গ্রামে যায়।এবার তার ভাইদের পুকুরে লাফ ঝাপ করতে দেখে সেও নেমে যায় পুকুরে।তার চোখে যে চশমা ছিল সেটা তার খেয়ালই ছিলো না।ডুব দিয়ে উঠে দেখে সব কিছু ঝাপসা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।