আমাদের কথা খুঁজে নিন

   

ঝাপসা শ্রাবণ

Dream Today,Create Tomorrow........

উজ্জল হতে ধূসর হয়ে, হলো ভীষন কালো ঝম ঝমিয়ে অঝোর ধারায়, শ্রাবণ ঢল এলো কাকগুলো সব ভিজে সারা, উঠলো নেচে মন আবার যদি পেতাম ফিরে, ছেলেবেলার সেই ক্ষণ আজকে আমি বাক্স বন্দী, গগন দেখি গ্রীলের ফাঁকে উদোম গায়ে কাদা মাঠে, দৌড়-ফুটবল আজও আমায় ডাকে ইট কাঠের চার দেয়ালে, বাজে না রিমঝিম সুর অনমনা করে শ্রাবণ আমায়, যায় নিয়ে দূর;অতীত সুমধুর আজো আকাশ তেমনি কাঁদে, কাঁদে আমার মন আর পাবো না ফিরে আমার, অতীত প্রিয়ক্ষণ বাড়ছে বয়স,জমছে স্মৃতি, বাড়ছে আমার শ্রাবণ প্রীতি ঝাপসা চোখে শ্রাবণ দেখি, ঝাপসা সব অনুভূতি আকাশ আবার হবে কালো, রিনিঝিনি শব্দে টুপটাপ হয়তো তখন ভিজবে না কায়া, ভিজবে আমার এপিটাফ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।