আমাদের কথা খুঁজে নিন

   

কবিগুরুর কন্ঠের গান, কবিতা, নাটক,ও কবির অঙ্কিত চিত্র সহ কয়েকটা ছবি

কবিতা স্বাস্থের পক্ষে ক্ষতিকর । -পার্থ বসু
কবিগুরুর ১৫০ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা । কবিগুরু সম্পর্কে কোন কথা বলার যোগ্যতা আমার নেই । তাই গুরুর কন্ঠের গান, কবিতা, নাটক, কবির হস্তাক্ষরে কবিতা ও কবির অঙ্কিত চিত্র সহ কয়েকটা ছবি দিয়ে পোস্টটি করলাম । যুবক ১৮৮৩ স্ত্রী মৃণালিনী দেবীর সঙ্গে রবীন্দ্রনাথ, ১৯১২ সালে রবীন্দ্রনাথ, ১৯৩০ আইনস্টাইনের সঙ্গে, কবির হস্তাক্ষরে চিঠি কবির হস্তাক্ষরে কবিতা রবীন্দ্রনাথ অঙ্কিত একটি তারিখবিহীন চিত্র রবীন্দ্রনাথ অঙ্কিত চিত্র কাঠের সিলে খোদিত রবীন্দ্রনাথ ঠাকুরের নামের আদ্যক্ষরদ্বয় ("র-ঠ") কবির স্বাক্ষর ররীন্দ্র কন্ঠে কবিতা, নাটক ও গান ররীন্দ্র কন্ঠে কবিতা - বীর পুরুষ ররীন্দ্র কন্ঠে নাটক - বীর পুরুষ ররীন্দ্র কন্ঠে গান - মনে রেখ বিশ্বকবিকে হারানোর ব্যথায় কবি কাজী নজরুল ইসলামের কন্ঠে "রবি হারা"
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.