আমাদের কথা খুঁজে নিন

   

বিউটি কন্টেস্ট

আপনার প্রিয় একটি সফট মেলোডি ইংরেজি গানের নাম বলু্ন প্লিজ ! যেটা এই গভীর রাতে মন কে ছুয়ে যাবে.।

Sexuality যদি একটা পণ্য হয় তাহলে লাক্স চ্যানেল আই সুপারস্টার হল তার মার্কেটের একটা ছোট অংশ। একটা বিউটি কনটেস্ট এর সাথে দুনিয়ার ব্যবসা জড়িত-কাপড়ের ব্যবসা, কসমেটিক্সের ব্যবসা, বিউটি পার্লারের ব্যবসা,পর্ণের ব্যবসা, মোবাইল ফোনের ব্যবসা, প্লেবয় ম্যাগাজিনের ব্যবসা। এদেরকে দিয়ে যত বেশি sex এর মার্কেট সৃষ্টি করা যাবে ব্যবসা তত বেশি ফুলে ফেপে উঠবে। আর পুজিবাদীরা চাহিদা না থাকলেও চাহিদা তৈরি করতে জানে।

যেমন- চুল কালো মেয়েদের বলা হয় চুল লাল কর, লাল হলে বলে কালো করলে মায়াবতী লাগবে। মোটা গোছের হলে তাকে চিকন করিয়ে ছাড়বে। বুক ছোট হলে বলবে breast surgery করা ফরয হয়ে গেছে। আর curly চুল হলে straight করতে হবে সুন্দর লাগুক বা না লাগুক। যা দরকার নাই তাও দরকার বানিয়ে ছাড়া হয় আমাদের সামনে আর আমরা কপ কপ করে গিলতে থাকি আরে ভাবি “বাহ !smart হয়ে গেলাম”।

অর্থনীতির বইয়ে শেখানো হয়, "চাহিদা হল অসীম”। বাস্তবে প্রকৃত চাহিদা অসীম না, লোভ আর fake চাহিদা অসীম। এই হল সুন্দরীদের কাজ। নতুন ফ্যাশন সৃষ্টি করে কাপড়ের fake চাহিদা সৃষ্টি করা,হতে পারে ওয়ারড্রবে কাপড় রাখার জায়গা নেই। কাজ করুক বা না করুক কসমেটিক্সের বাক্স-প্যাটরা দিয়ে ড্রেসিং টেবিল ভর্তি করা।

এই সুন্দরীদের আমাদের বোনদের সামনে role model হিসেবে উপস্থাপন করা হয়, সে সুন্দরী হোক না ব্যাভিচারীনি বা কর্পোরেট পতিতা কিংবা হোটেল রেডিসনের ১নং whore. পুজিবাদীদের ইলাহ হল profit, তা যোগাতেই সৌন্দর্যের সংজ্ঞার এত পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন এবং সংস্করন, মাঝখান দিয়ে আমরাও বিক্রি গেলাম, বিক্রি গেল সুন্দরীরাও। পুজিবাদী ধর্মনিরপেক্ষ ব্যবস্থার এই হল ফসল। তারা মানুষকে দাস বানিয়ে রাখে। “প্রত্যেকের স্বাধীনভাবে নিজের লাইফস্টাইল এবং appearance বেছে নেয়ার অধিকার আছে”- এই ধারণার উপর তাদের সমাজব্যবস্থা গড়ে ওঠার কথা ছিল, কিন্তু হয় নি। সে ঠিকই পরাধীন রয়ে গেছে।

এর কারন মানুষ পরাধীন,আর freedom হল illusion. প্রত্যেকটা মানুষ নিজেকে কোন কিছুর দাসে পরিণত করে, সেটা হতে পারে অর্থ,নারী,গাড়ি,বাড়ি,খ্যাতি,গান,পুজি,ক্ষমতা ইত্যাদি। সে ভাবতে থাকে এই অর্থ, নারী, গাড়ি, বাড়ি, খ্যাতি, গান, পুজি, ক্ষমতাই তাকে সবকিছু এনে দেবে, এই জিনিষটাই তাকে সুখী করবে, এটাই জীবনের উদ্দেশ্য সফল করবে – যেন বস্তুই সকল ক্ষমতার উৎস। জীবন থেকে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার ভূমিকাটাকে সরিয়ে দিলে এই ভ্রান্ত ধারণাটাই কি স্বাভাবিক নয় ??? “হে মানুষ ! কিসে তোমায় তোমার মহামহিম প্রতিপালক সম্পর্কে বিভ্রান্ত করল ?” [কুরআন ৮২:৬]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।