"A little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God." Francis Bacon.
মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কোথায় ?
রক্ত মাংসে গড়া মানুষ আর রংক্তে মাংসে গড়া বনমানুষ কত মিল তারপরও কত অমিল , কেন ?
পৃথিবীতে মানুষ ছাড়া আর কোন প্রাণীর কি হৃদয় আছে ? তাদের ভালোবাসার আমরা যে নমুনা দেখি তা কি হৃদয় ঘটিত না মস্তিস্কপ্রসূত ?
মানুষের মধ্য থেকে যদি তার লোভ, ঘৃণা, শরীরের চাহিদা, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি দূর করে দেয়া হয় তাহলে সে কি হবে ?
মহানবী (সা.) এর জীবদ্দশায় যে সিনা চাক করা হয়েছিলো তার কারণ কি ?
মানুষ ভালোবাসে মগজ দিয়ে না হৃদয় দিয়ে ?
প্রিয় মানুষকে হারালে আমাদের কি মাথা ব্যাথা হয় না বুকে ব্যাথা হয় ?
যে পাগল হয়ে যায় তার কি মগজ নষ্ট হয় না হৃদয় ?
মানুষ যখন গভীর মনোযোগে কোন কিছূ চিন্তা করে তখন সে তখন চোখ খোলা থাকলেও কি সে চোখ দিয়ে দেখে না অন্য কিছূ দিয়ে দেখে ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।