আমাদের কথা খুঁজে নিন

   

সেশনজট (উচ্চ শিক্ষা না উচিত শিক্ষা)

আমি এই দেশকে ভালবাশি।

আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র (দুর্ভাগা)। এই বিশ্ববিদ্যালয়ের অধিনে কলেজ সমূহে দেশের সিংহভাগ ছাত্র-ছাত্রী পড়াশুনা করে। যারা বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্র-ছাত্রী থেকে মেধাবী। শুধু মাত্র অর্থের কারণে অথবা সুনামের ভয়ে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ভর্তি হয় না।

যারা ২০০৭-০৮ইং শিক্ষা বর্ষের ছাত্র-ছাত্রী বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদের অনার্স প্রায়ই শেষ পর্যায় কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মাত্র ৩য় বর্ষে পদার্পন করেছেন। বর্তমান দিন বদলের সরকার কথার ফুলঝুড়ি ছড়িয়ে ক্ষমতায় আসার ৩ বৎসরের মাথায় ও এখানে কোন রকমের পরিবর্তন আনেন নি এমনকি চেষ্টাও করেননি। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করে তারা তাদের জীবনের মূল্যবান ৩টি বৎসর হারিয়ে ফেলে। তারা যখন অনার্স শেষ করে চাকুরি ক্ষেত্রে প্রবেশের জন্য চেষ্টা করে তখন তাদেরকে প্রতিযোগিতায় নামতে হয় ৩ বৎসর জুনিয়র ছাত্র-ছাত্রীদের সাথে। এ থেকে বড় লজ্জার বিষয় আর কি হতে পারে।

আমরা শুনেছিলাম ৬টি কেন্দ্রের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বিকেন্দ্রিকরণ করা হবে। তা আসলে বর্তমান সরকারের সময় কালে হবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। বর্তমান সরকার ব্যাস্ত নাম পরিবর্তনের দিকে দেশের মূল শিক্ষা ব্যবস্থার দিকে তাদের সু-দৃষ্টি রয়েছে কিনা তা তারাই ভাল জানে। আমাদের মত সাধারন মানুষের তা বোঝার ক্ষমতা নাই(রাজনৈতিক নেতা বা নেত্রীরা মনে করে)। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ শিক্ষামন্ত্রীর কাছে আকুল আবেদন এই যে, আপনারা সেশনজট কমানোর উদ্যোগ গ্রহণ করে এর প্রতিকারের ব্যবস্থা করুন, ৬টি কেন্দ্রের গৃহিত পরিকল্পনা বাস্তবায়ন করুন।

অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পূর্বের ন্যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হাতে ন্যাস্ত করুন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.