আমাদের কথা খুঁজে নিন

   

সেশনজট

আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুস্পের হাসি

আইন-কানুন মানতো যদি নিয়ম-কানুন মতো, পাশ করে আজ হাস্যমুখে চাকরি আমার হতো। দিনমজুর এক বাবার ছেলে ভার্সিটিতে পড়ি, স্পপ্ন ছিলো পাশটা করে ভাতের জীবন গড়ি। কারো আবার স্বপ্ন ছিলো মস্ত নেতা হবে, শক্তি দেখায় কার লাশটা পইড়া রবে কবে। বারে বারে হামলা চালায় মামলা চলে ততো, ভাসির্টিখান বন্ধ যে হয় লোডশেডিংয়ের মতো। তাইতো আমার পড়ার বয়স সময় গেলেই বাড়ে, সেই সঙ্গে শ্রমিক বাবা যায় জড়িয়ে ধারে।

ভাসিটিখান বন্ধ হলে ওদের ক্ষতি নাই, নেতা তুমি কত্ত বড় অস্ত্রে প্রমাণ পাই। ভাবছি বসে তারচে যদি দিনমজুরই হই, কোদাল কিবা কাস্তে হাতে বদলে দিতাম বই। তবেই বুঝি প্রিয়ের মুখে উঠতো দুটো ভাত, ধারের বিষে কাটতো না আর বাবার নিঘুম রাত। সেশনজটে কামড়ে ধরে আমার ভবিষ্যত সব বিধাতাই ব্যর্থ যেনো খুঁজতে কোন পথ। গুটিকয়েক জনের হাতে জিমি হাজারজন উদ্ধারে আজ নেই কি ওরে এমন মহাজন? খবর: ২০০৭ সালে ৬৭ দিন ও ২০০৮ সালে ৫২ দিন অনির্দিষ্টকাল বন্ধের পর গত ১৩ মার্চ আবারো অনির্দিষ্টকাল বন্ধ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

ছবি পরিচিতি: বন্ধ ঘোষণার পর সেশনজটের আতঙ্ক নিয়ে ক্যাম্পাস ছাড়ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.