আমাদের কথা খুঁজে নিন

   

সেশনজট নিরসনসহ ৬দফা দাবিতে সিলেটে “জাতীয় বিশ্ববিদ্যালয় আন্দোলন মঞ্চ” কমিটি গঠন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসনসহ ৬দফা দাবিতে সিলেটে “জাতীয় বিশ্ববিদ্যালয় আন্দোলন মঞ্চ” নামে এক আন্দোলন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এমসি কলেজের শিক্ষার্থী সালেহ আহমদ শাহীনের সভাপতিত্ব কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত এক সভায় উক্ত কমিটি গঠন করা হয়। সভায় এমসি কলেজের দর্শন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সালেহ আহমদ শাহীনকে আহবায়ক এবং অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. মতিউর রহমান ও মদন মোহন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সহিদুজ্জামান পাপলুকে যুগ্ম আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিশ্বপা ভট্টাচার্য, ইউসুফ ওসমান, আরাফাত নোমান, অমিত দাস, সপ্তর্ষি দাস, কাজী রাসেল আহমদ, রিপন ঘোষ প্রমুখ। সভায় বক্তারা বলেন, উচ্চ শিক্ষা ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে অবহেলিত ও সর্বাধিক বৈষম্যের শিকার।

এখানে নানান বঞ্চনায় প্রতিদিন একটু একটু করে ধবংস করা হচ্ছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ। বক্তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা জীবনের সঙ্কট নিরসনে শিক্ষার্থীদের নিম্নোক্ত দাবীর পক্ষে সুস্থ ধারার ছাত্র আন্দোলন গড়ে তোলার আহবান জানান। দাবীগুলো হল, ১. দুঃসহ সেশনজট দূর কর। জাতীয় বিশ্ববিদ্যালয়কে বিকেন্দ্রীকরণের লক্ষে বিভাগীয় পর্যায়ে সাব অফিস চালু ও কার্যকর। একাডেমিক ক্যালেন্ডার চালু কর।

দ্রুত ফলাফল প্রকাশ কর। ২. শিক্ষক-শ্রেণীকক্ষ-আবাসন-পরিবহন সংকট দূর কর। ডাইনিং- ক্যান্টিন-মিনি হাসপাতাল চালু কর। ৩. ইউজিসি’র ২০বছর মেয়াদী কৌশলপত্র বাতিল কর। নামে বেনামে বছর বছর ফি বৃদ্ধি করা চলবে না।

৪. গবেষণা খাতে পর্যাপ্ত বরাদ্ধ প্রদান কর। লাইব্রেরী ও সেমিনারে পর্যাপ্ত পরিমাণ নতুন সংস্করণের বই নিশ্চিত কর, ইন্টারনেট সংযোগ প্রদান কর। পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া সংস্কার করে যুগোপযোগী কর। ৫. অবকাঠামো বৃদ্ধি করে অনার্স কলেজগুলোতে নতুন বিভাগ, প্রিলিমিনারি ও মাস্টার্স কোর্স চালু কর। ৬. শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত কর, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দাও।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ এ আন্দোলন সফল করতে পারে। তাই সবাইকে এ আন্দোলনে অংশ নেয়ার অনুরোধ জানানো যাচ্ছে। নিয়মিত আপডেট পেতে ফেসবুকে আমাদের সাথে যোগ দিন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.