আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামীলীগ ও বি,এন,পি সরকারের উন্নয়নের কিছুতুলনা মুলক চিত্র

বল আমায় সেই সময়ের নেই কেন অস্তিত্ব, বোঝাও আমায় সেই কল্পনার নেই কোন সমাধান.....আমারি স্বপ্ন আজো জেগে রয় আধারো শুন্য চোখে ...

আওয়ামীলীগ ও বি,এন,পি সরকারের উন্নয়নের কিছুতুলনা মুলক চিত্র। ২০০১ হতে ২০০৬ সাল পর্যন্ত বি,এন,পি জামাত সরকার ও ২০০৯ হতে ২০০১৩ সাল পর্যন্ত বর্তমান আওয়ামীলীগের মাহাজোট সরকারের উন্নয়নের প্রধান প্রধান কিছু খাতের তুলনা মুলক চিত্র তুলে ধারা হলো। আশাকরি সাবই বিচার করবেন দেশ পরিচালনার জন্য কাদের দরকার। প্রবৃদ্ধি অর্জন। বি,এন,পি ২০০৬ = ৫.৭% আওয়ামীলীগ ২০১৩ = ৬.৭% মাথাপিছু গড় আয় বি,এন,পি ২০০৬ = ৪২৭ র্মাকিন ডলার আওয়ামীলীগ ২০১৩ = ৯১৪ র্মাকিন ডলার সাক্ষরতার হার।

বি,এন,পি২০০৬ = ৫১.৯০% আওয়ামীলীগ ২০১৩ = ৬৫.০৪% রেমিটেন্স প্রবাহ। বি,এন,পি ২০০৬ = ১৩ বিলিয়ন র্মাকিন ডলার আওয়ামীলীগ ২০১৩ = ৪৮ বিলিয়ন র্মাকিন ডলার দারিদ্র হার বি,এন,পি ২০০৬ = ৪১.৫১% আওয়ামীলীগ ২০১৩ = ২৯.০৩% প্রসবকালীন মৃত্যুর হার। বি,এন,পি ২০০৬ = ১লক্ষ ৩৮৫ জন। আওয়ামীলীগ ২০১৩ = ১ লক্ষ ১৩২ জন। কর্মসংস্থান।

বি,এন,পি ২০০৬ = ২৪ লক্ষ আওয়ামীলীগ ২০১৩ = ৭৫ লক্ষ বৈদেশিক বিনিয়োগ। বি,এন,পি ২০০৬ = ১৮৭ কোটি র্মাকিন ডলার আওয়ামীলীগ ২০১৩ = ৩৮২ কোটি র্মাকিন ডলার। মাতৃত্বকালীন ছুটি। বি,এন,পি ২০০৬ = ৪মাস। আওয়ামীলীগ ২০১৩ = ৬ মাস।

ইন্টার নেট গ্রাহক সংখ্যা। বি,এন,পি ২০০৬ = ৫৭ লক্ষ আওয়ামীলীগ ২০১৩ = ৪ কোটি জনশক্তি রপ্তানি। বি,এন,পি ২০০৬ = ৯ লক্ষ ৮ হাজার আওয়ামীলীগ ২০১৩ = ২০ লক্ষ ৪০ হাজার শিশু মৃত্যুর হার। বি,এন,পি ২০০৬ = ৬.১০% আওয়ামীলীগ ২০১৩ = ৩.৯৯% প্রত্যাশিত আয়ু। ক্স ২০০৬ = ৫৬ বছর।

আওয়ামীলীগ২০১৩ = ৭১ বছর। পোষাক রপ্তানিতে বিশ্বের অবস্থান। বি,এন,পি ২০০৬ = চর্তুথ। আওয়ামীলীগ ২০১৩ = দ্বিতীয়। খাদ্য নিরাপত্তা পরিস্থিতি।

বি,এন,পি ২০০৬ = ৩০ লক্ষ মেট্্িরক টন খাদ্য (ঘাটতি) আওয়ামীলীগ ২০১৩ = ২৩ লক্ষ মেট্রিক টন খাদ্য ( উদ্বৃত) স্বাস্থ সেবা। বি,এন,পি ২০০৬ = অসম্মতি আওয়ামীলীগ ২০১৩ = ১৫ হাজার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্টা সর্বোচ্চ বিদ্যুত উৎপাদন ক্ষমতা। বি,এন,পি ২০০৬ = ৩১০০ মেগাওয়াট। আওয়ামীলীগ ২০১৩ = ৮৫২৫ মেগাওয়াট। জ্বালানী তেলের মুল্য বৃদ্ধি গড়।

বি,এন,পি ২০০৬ = ১৩৬% ক্স ২০১৩ = ৩৮% সমুদ্র সীমা জয়। বি,এন,পি ২০০৬ = নিস্ক্রিয় আওয়ামীলীগ২০১৩ = ১১১৬৩১ বর্গ কি, মি, শ্রমিকদের নুন্যতম মজুরি। বি,এন,পি ২০০৬ = ১৬৬২ টাকা। আওয়ামীলীগ ২০১৩ = ৩০০০ টাকা। রপ্তানি আয়।

বি,এন,পি ২০০৬ = ১.০৩ বিলিয়ন র্মাকিন ডলার। আওয়ামীলীগ ২০১৩ = ২.৪৩ বিলিয়ন র্মাকিন ডলার। হাসপাতালের সংখ্যা। বি,এন,পি ২০০৬ = ১৬৮৩ টি। আওয়ামীলীগ ২০১৩ = ২৫০১ টি।

পবিত্র হজ্ব পালন। বি,এন,পি ২০০৬ = ৪০ হাজার যাত্রী ( সার্বোচ্চ) আওয়ামীলীগ২০১৩ = ১ লক্ষ ১০ হাজার যাত্রী ( সর্বোচ্চ) মোবাইল গ্রাহক সংখ্যা। বি,এন,পি ২০০৬ = ২ কোটি ৩৬ লক্ষ ১০ হাজার। আওয়ামীলীগ ২০১৩ = ৯ কোটি ৮৪ লক্ষ ৭০ হাজার। জেলেদেরকে খাদ্য সহায়তা।

বি,এন,পি ২০০৬ = ৬৫০০ মেট্রিক টন। আওয়ামীলীগ ২০১৩ = ৫৬২০০ মেট্রিক টন। দৈনিক গ্যাস উত্তোলন। বি,এন,পি ২০০৬ = ১৫৩১ মিলিয়ন ঘনফুট । আওয়ামীলীগ ২০১৩ = ২২৫০ মিলিয়ন ঘনফুট।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বি,এন,পি ২০০৬ = ৩.৮৮ বিলিয়ন র্মাকিন ডলার আওয়ামীলীগ২০১৩ = ১৩.১১ বিলিয়ন র্মাকিন ডলার। টেলিভিশন চ্যানেলের সংখ্যা। বি,এন,পি ২০০৬ = ৭টি। আওয়ামীলীগ ২০১৩ = ১৬ টি। আশাকরি সাবই নিজে বিবেচনা করে দেখবেন, কে বা কারা দেশের জন্য বা দেশের রাষ্ট্রীয় ক্ষমতার জন্য প্রযজ্য।

কারা দেশকে প্রকিৃত ভালবাসে, কারা সত্তি কারের দেশ প্রেমিক। দেশ উন্নয়নেয় জন্য কাদের প্রযোজন। Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.