আমাদের কথা খুঁজে নিন

   

সংখ্যালঘু নির্যাতন : স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ হারালেন স্বামী



স্ত্রীকে যৌন নির্যাতনের প্রতিবাদ করায় এবার সন্ত্রাসীদের হাতে প্রাণ দিতে হয়েছে লিমন মিশ্র নামে এক সদ্যবিবাহিত যুবককে। দিনাজপুর শহরে একদল বখাটে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে লিমন মিশ্রকে। এ সময় প্রতিরোধ করতে গিয়ে এক যুবকও আহত হন। নৃশংস এই হত্যাকাণ্ডে সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি শহরে দেখা দিয়েছে আতঙ্ক।

পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। শহরের ছোট গুড়গোলার অজয় শীল, বালুবাড়ীর তন্ময় গোস্বামী, বড় গুড়গোলার বকুলসহ কয়েকজন সন্ত্রাসী কলেজে যাতায়াতের সময় লিমনের স্ত্রী ইন্দুকে উত্ত্যক্ত করত। বিষয়টি ইন্দু লিমনকে জানালে লিমন সন্ত্রাসীদের উত্ত্যক্ত না করার অনুরোধ জানান। এরপরও সন্ত্রাসীরা ইন্দুকে উত্ত্যক্ত অব্যাহত রাখে। ছোট গুড়গোলার লিমন মিশ্রের স্ত্রী ইন্দু দিনাজপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।

বিস্তারিত জানুন সমকালে ক্লিক করে সম্প্রতি আমি হিন্দুদের হাতে একজন মুসলমান তরুণী অপহরণ ও তাকে সিঁদুর পরানোর ছবি সম্বলিত আমার দেশ পত্রিকার খবর ব্লগায়িত করার পর অনেকে আমাকে উস্কানিমূলক কথাবার্তা বলার জন্য অভিযুক্ত করেছিলেন। আজকের এই খবরটি দেখুন। নিহত লিমন মিশ্র এবং নির্যাতিত ইন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের। কিন্তু খবরটি সমকাল ছাড়া অন্য কোন পত্রিকায় আজ (শুক্রবার) গুরুত্ব দিয়ে আসেনি। সমকাল গুরুত্ব দিয়ে প্রকাশ করলেও 'সংখ্যালঘু নির্যাতন' টাইপের কোন শিরোণাম এখানে নেই।

কেন নেই? দু'টি কারণ। এক- এখন ক্ষমতায় চার দলীয় জোট সরকার নেই। দুই - যারা নির্যাতন করেছে (শহরের ছোট গুড়গোলার অজয় শীল, বালুবাড়ীর তন্ময় গোস্বামী, বড় গুড়গোলার বকুলসহ কয়েকজন সন্ত্রাসী) তারা সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.