কিছু কিছু মিডিয়া ইচ্ছাকৃত ভাবে সংখ্যালঘু শব্দটা ইউজ করতেছে নিজেদের মর ডা রেট প্রমান করার জন্য । কিন্তু কথা হল দেশের বিভিন্ন গোলযোগের সময় যারা সংখ্যাগরিষ্ঠ [মুসলমান] তাদের বাড়ী-ঘর এর উপর হামলা হয় নি ? অবশ্যই হয়েছে । মুসলমানদের উপর আরও বেশী হয়েছে । কিন্তু কই তখন তোঁ বলা হয় না ''সংখ্যা গরিষ্ঠদের'' প্রতি হামলা হয়েছে ? তাহলে কেন বলা হয় সংখ্যালঘিষ্ঠ দের উপর হামলা হয় ? একটি এক্সাম্পলঃ এক শক্তিশালী মুসলিম পরিবারের সাথে অপেক্ষাকৃত দুর্বল দুই প্রতিবেশীর জমি নিয়ে বিরোধ । তাঁর মধ্যে এক প্রতিবেশী মুসলিম আরেকটি হিন্দু ।
এখন শক্তিশালী মুসলিম পরিবারটি দুই প্রতিবেশীর উপর নিপীড়ন শুরু করল । মিডিয়ায় আসবে অমুক জায়গায় সংখ্যালগু নির্যাতিত । কিন্তু এইটা কি সত্যি ই সংখ্যা লগু নির্যাতন । হিন্দু হওয়ার কারনে ই কি সে নির্যাতিত ? নাকি জমি নিয়ে বিরোধের কারনে ? তাহলে মিডিয়ায় সংবাদ টা কেমন ভাবে আসা দরকার ছিল ? আমাদের দেশের মিডিয়া গুলো কোনও না কোনও দলের সমর্থক । তারা ইচ্ছাকৃত ভাবে অন্য দলকে হেয় করার জন্য অপ সাংবাদিকতা করে ।
কিন্তু এইটা করে তারা দেশের অপরিমেয় ক্ষতি করতেছে । কিন্তু আমি বলব না দেশে সত্যি ই সংখ্যালঘু রা নিপীড়নের সকার হয় না । তবে টা অনেক কম । দুর্বলের উপর সবলের অত্যাচার সারা দুনিয়ায় হয়ে আসছে । আমাদের এলাকায় অনেক হিন্দু প্রভাবশালী আছে তারা উলটো মুসলমানদের হয়রানি করে ।
ভারত- ইউরোপে মুসলমানরা, নাইজেরিয়ায় খ্রিসটান রা, বাংলাদেশে হিন্দু রা নিপীড়নের স্বীকার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।