আমাদের কথা খুঁজে নিন

   

সংখ্যালঘু

সত্যের ধারে কাছেও আমি যাই না । সকল সময় আমি মিথ্যা কথাই বলি । এখন যা বলছি হয়তো এটাও মিথ্যা !

সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে কিছু হিন্দু সংঘ । তাদের সকল দাবির মাঝে একটি দাবি হল, পৃথক নির্বাচন । বাংলাদেশে অবস্থান করে, এই দেশের নাগরিক হয়ে, দাবি তুলছে পৃথক নির্বাচনের ।

কোন মহাজ্ঞানীর মাথা থেকে এই বুদ্ধি আসছে কে জানে । পৃথক নির্বাচনের অন্তর্ভুক্ত হওয়া মানেই হিন্দু সমাজ এই দেশের সকল স্বাভাবিক সুযোগ সুবিধা থেকে বাইরে চলে যাওয়া ।
আর যারা ভাবছে পৃথক নির্বাচন হলেই হামলা থেকে বেঁচে যাবে ঐসব পাগল কি জানে না নির্বাচন আলাদা হলে ফলাফলও আলাদা হবে । আলদা ফলাফলে আর স্পষ্ট হয়ে উঠবে হিন্দুরা কোন দলকে ভুট দিয়েছে । তখন যে দল কম ভুট পাবে ঐদল তো আর হামলা করবে না সম্পুর্ন দেশছাড়া করে ছাড়বে ।


নিজের সমান অধিকার চাইছ আবার এইটাও চাইছ নিজেদের আলাদা করে নিতে । দুই নৌকায় পা রেখে খেয়া পার হওয়া সম্ভব না । এক হলে দাবি করো তোমরা নিজেদের আলাদা গুষ্টি হিসেবে আলাদা করে নিতে অর্থাৎ নিজেদের ভুটাধিকার সরিয়ে নিতে তাহলে কেউ তোমাদের মারবেও না আবার তোমাদের উন্নতি নিয়ে মাথাও ঘামাবে না তখন নিজেরা নিজেরা একঘরে হয়ে মরতে পারবে অথবা দাবি করো মুসলিম , ক্রিস্টান , বৌদ্ধ , হিন্দু সকলের সমান অধিকারের । কোথাও কোন প্রধান অথবা গৌণ ব্যাপার উল্লেখ না থাকতে । ।

। । ।
বিঃদ্রঃ আর যেসব ইন্দিয়া প্রেমি আছে এবং যারা মনে করে এইটা তাদের দেশ না , তারা দাবি করুক তাদের যেন লাথি দিয়ে ওপারে পাঠিয়ে দেয়া হয় ।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.