আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা পৃথিবীর সুন্দরতম কষ্ট


কাল হঠাৎ তুমি ফোন দিলে আর অনেকদিন পর আমি প্রাণ খুলে হাসলাম। আমার সবকিছুকে এলোমেলো করে দিয়ে নিশ্চয়ই তুমি ঘুম দিয়েছো নরম বালিশে মাথা রেখে। কিন্তু তুমি কি জানো, যেদিন তোমার সাথে কথা হয় সেদিন আমি সারারাত জেগে থাকি। তোমার প্রতিটি গল্প,গান রোমন্থন করি বারবার, মস্তিষ্কের ভাঁজে ভাঁজে সাজিয়ে রাখি। এরপরের কয়েকদিন আমার পৃথিবী মানে শুধুই তুমি! পুরো গ্রহে একমাত্র সত্য, এই তুমি! আমার অমনোযোগে দুক্ষ পেয়ে কাজগুলো মুড়সে পড়ে, সিডি প্লেয়ারে গান তার করুন সুরে বাজতে বাজতে ক্লান্ত হয়ে একসময় থেমে যায়, চায়ের কাঁপ আমার অপেক্ষায় উত্তাপ হারায়।

টেবিলের উপর অগোছালো ছড়িয়ে থাকে, খাতা,তার পাশে কলম,মুঠোফোনে তারবার্তা। ল্যাপটপটি অবহেলায় পড়ে থাকে, মেসেঞ্জারে চলতে থাকে বন্ধুদের আনাগোনা। আমি ফিরে তাকাইনা। বহুদিন পর তুমি ফিরে এসেছো তোমার হাসি,তোমার কথা আমার চিন্তার জগতে ঝড় আনে, আমি আনমনা হয়ে থাকি সারাদিন। কোনোকিছুই আমায় টানে না তখন।

এমিনেমের র্যা প কিংবা জেরার্ড বাটলার, শিমুলের গলায় গুনের কবিতা, কিংবা প্রিয় সুনীলের গদ্য, কিছুই আমার মন ভুলাতে পারে না। স্বার্থপরের মত আমি গা ভাসাই তোমাতে! যখনই গুছিয়ে তুলি নিজেকে, আবারো শুরু করি, মুঠোফোনের পর্দায় ভেসে উঠা তোমার নাম, অথবা রাস্তায় হঠাৎ তোমার দেখা পাওয়া আমায় আবার নষ্ট করে দিয়ে যায়। আমি জানি,ঠিকই জানি এ তোমার ষড়যন্ত্র আমায় নষ্ট করে দেয়ার। আমি জানি,ঠিকই জানি এ পৃথিবীর সুন্দরতম কষ্ট এর নাম ভালোবাসা!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.