ভালো লাগে স্বপ্নের মায়াজাল বুনতে
"তোর কাছ থেকে কখনো দুরে যাবোনা। যদি কখনো একা মনে হয় রাতে চাদের দিকে তাকিয়ে থাকিস,আর মনে করিস আমি ও তখন চাদের দিকে তাকিয়ে তোর কথা ভাবছি,ঐ চাদের মাধ্যমে আমরা সবসময় কাছে থাকবো "।
আমার সবচেয়ে প্রিয় বন্ধুটি এমন সব অদ্ভূত অদ্ভূত কথা বলে আমার একাকীত্ব দূর করার প্রয়াস করতো। আমার সবকিছুর উপর ছিলো তার কড়া নজর। আমি কি খাচ্ছি, কি পরছি,কোথায় যাচ্ছি,কার সাথে যাচ্ছি ইত্যাদি ইত্যাদি।
সেই সময়টাই ও ছিলো আমার সকল ভালো-মন্দের নির্বাক সাক্ষী এবং আমার অযাচিত বকবকানির একমাত্র শ্রোতা। এখোনো মনে পড়ে হাসি পাই,একদিন দেখা না হলে আমাদের কারোরই রাতে ঘুম হতো না। মায়ের চোখ রাঙানী আর বাবার শাসন কে কলা দেখিয়ে ছুটে যেতাম ওর সাথে গল্প করতে। কথার মেলায় সময় যেন কিভাবে শেষ হয়ে যেত। আমার বন্ধুটিকে পেলে আমার আর কিছু মনে থাকতো না।
এমন ই প্রিয় ছিলো আমার বন্ধুটি।
সেই বন্ধুটি আজ অনেক দূরে চলে গেছে। যে একদিন দূরে থেকেও আমার পাশে থাকার অঙ্গীকার করতো সে আজ কাছে থেকেও আমার কাছ থেকে যোজন যোজন দূরে। যে একসময় ডাইরী ভরে চিঠি লেখার অনুরোধ করতো, আজ সে মুঠোফোনে একটি কল করে কখোনো জানতে চাইনা আমি কেমন আছি। আমাদের সেই ফেলে আসা দিন গুলো এখোনো আমায় হাসায়।
একদিন যার উপর ছিলো আমার অফুরন্ত অধিকার, আজ তাকে কল করার জন্য আমার কারন খুজতে হয়। বন্ধু তোকে সত্যি খুব মিস করি।
তুই আমাকে সবসময় একটা কথা বলতি,Think with your mind,but work with your brain। আমি এখোনো তা মেনে চলি। তোকে কখনো ভুলবো না।
তুই আমার সর্বকালের সবচেয়ে প্রিয় বন্ধু। যেখানে থাকিস,যেভাবে থাকিস,ভালো থাকিস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।