নতুন ওয়াই-ফাই প্রযুক্তির ডোরবেল বাজারে এসেছে। ডোরবটের নতুন এ সংস্করণটিতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা মালিক বাড়িতে না থাকলেও আগন্তুকের সঙ্গে মালিকের কথা বলিয়ে দিতে পারবে। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন এ ডোরবটটির দাম ধরা হয়েছে ১৯৯ ডলার।
ওয়াই-ফাই প্রযুক্তির পাশাপাশি ডোরবেলটিতে রয়েছে ক্যামেরা। বাড়ির মালিক অনুপস্থিত থাকাকালীন কেউ বেল বাজালে তার ডোরবেলটি মালিকের স্মার্টফোনে স্বয়ংক্রিয়ভাবে ফোন করবে এবং লাইভ ভিডিও স্ট্রিম করবে। আর এভাবেই বাড়ির মালিক জানতে পারবেন, তার বাড়িতে কে এসেছেন এবং প্রয়োজনে তার সঙ্গে কথা বলতেও পারবেন।
নতুন এ ডোরবেলটির ভেতরে রয়েছে ইন্টারনাল রিচার্জেবল লিথিয়াম পলিমার ব্যাটারি, যা একবছর সক্রিয় থাকবে। এ ছাড়াও এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে এটিকে সহজে কেউ চুরি করতে না পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।