প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
অনুপস্থিতি
শাফিক আফতাব...........................
এই উৎসবে তোমার বিশেষ দরকার
কী করে একমুঠো খাবার মুখে তুলে দেই।
তুমি নেই বলে আমি আর সাজিনা
ট্যুরে যাইনা কোথাও
অভিজাত বিপণিবিতানে পা পড়েনি আমার
বিশেষ কোনো দিবসও পালন করিনা।
তুমি নেই বলে আমার সকল সাধ ফিকে হয়ে গেছে
বিশেষ খাবারের ব্যবস্থা হয় না আর।
জ্যোস্নাবতী রাত কাটে নির্ঘুম।
তুমি নেই বলে আর কিছু না
শুধু কবিতা লেখা হয়__আর গুনগুন গানে একচত্র রচনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।