সোশাল জায়ান্ট ফেইসবুক পাবলিক কোম্পানিতে পরিণত হওয়ার এক বছর পূর্ণ হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের দ্বিতীয় প্রান্তিকের মুনাফার হিসাব প্রকাশ করেছে। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রমবর্ধমান মোবাইল ফোনের বিজ্ঞাপনের কারণে প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য ১৮ শতাংশ বেড়েছে।
ফেইসবুকের দেওয়া হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটি দ্বিতীয় প্রান্তিকে মুনাফা আয় করেছে মোট ৩৩ কোটি ৩০ লাখ ডলার। অন্যদিকে গত বছরের তুলনায় এ বছর মোবাইল ফোনে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে ৫১ শতাংশ।
ফেইসবুক বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সোশাল নেটওয়ার্কিং প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা জানিয়েছেন, জুনে ফেইসবুক ব্যবহারকারীরা সাইটটিতে প্রতিদিন প্রায় দুই হাজার কোটি মিনিট কাটিয়েছে।
ফেইসবুকের আয় বিষয়ে প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ জানিয়েছেন, এ প্রান্তিকে প্রতিষ্ঠানটি পাবলিক কোম্পানি হিসেবে এক বছর পূর্ণ করল এবং ভবিষ্যতের জন্য বেশ ভালো একটি ভিত্তি গড়ে তুলতে পেরেছেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।