এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক পত্রিকা টেলিগ্রাফ জানিয়েছে, এ বছরের চতুর্থ প্রান্তিকে গত বছরের চেয়ে মুনাফা শতকরা নয় ভাগ কমে গেছে। এ খবরে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে এক ঘণ্টাতেই শতকরা চার ভাগ দর হারিয়েছে অ্যাপলের শেয়ার।
অক্টোবর পর্যন্ত অ্যাপল পণ্য বিক্রির নতুন রেকর্ড ছুঁয়েছে। এর আর্থিক মূল্য দাঁড়িয়েছে ১৭ হাজার একশ’ কোটি ডলারেরও বেশি।
অ্যাপল জানিয়েছে, আইফোনের অভূতপূর্ব চাহিদার ফলে চতুর্থ প্রান্তিকে চারভাগ প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৭৫০ কোটি ডলারে।
এটা অ্যাপলের জন্য সত্যিই আনন্দের ব্যাপার বলে জানিয়েছেন অ্যাপলের চিফ এক্সিকিউটিভ অফিসার টিম কুক।
চতুর্থ প্রান্তিকে প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধি বাড়লেও বার্ষিক মুনাফা গতবারের চেয়ে কমেছে। গত বছর চার হাজার একশ’ সত্তর কোটি ডলার মুনাফার মাধ্যমে আর্থিক বছর শেষ হয়। এ বছর তা কমে তিন হাজার সাতশ’ কোটি ডলারে নেমেছে।
মুনাফা হ্রাসের কারণ হিসেবে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী স্যামসাংকে ইঙ্গিত করে বাজার বিশ্লেষকরা বলছেন, বাজার ধরে রাখতে আইফোনের দাম কমিয়েছে অ্যাপল।
এ খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে এক ঘণ্টার লেনদেনে অ্যাপলের শেয়ার দর শতকরা প্রায় চার ভাগ কমেছে। কোম্পানির ইতিবাচক ফলাফল জানাতে ও বাজার ধরে রাখতে টিম কুক বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় বসেছেন।
কুক জানান, অ্যাপলের পণ্য বিক্রি ক্রমেই বাড়ছে। আইফোন বিক্রি আগের চেয়ে বাড়লেও আইপ্যাডের চাহিদা রয়েছে আগের মতোই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।