আমাদের কথা খুঁজে নিন

   

টুইটারের দুঃখ প্রকাশ

ভুয়া টুইটের অপরাধ স্বীকার করে সত্যিকার ব্যবহারকারীদের কাছে ক্ষমা চাইল মাইক্রোব্লগিং সাইট টুইটার। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন পণ্যের বিজ্ঞাপনের জন্য ‘নকল টুইট’ করেছিল টুইটার।
টুইটার জানিয়েছে, কয়েকজন ব্যবহারকারীর কল্পিত টুইটের ছবি ব্লগ পোস্টে প্রকাশ করা হয়েছে, যা ঠিক ছিল না। ভুলটি সম্পর্কে অবহিত হওয়ার পরেই তা নামিয়ে ফেলা হয়েছে।
নিল গোটলিব, উইলিয়াম মাজেও ও সুভাস তিওয়ারি নামের তিনজন ব্যবহারকারীর মিথ্যা টুইট করা হয়েছিল। তবে কী জন্য ওই তিনজন অখ্যাত ব্যবহারকারীকে বেছে নেওয়া হয়েছিল, তা পরিষ্কার নয়।
অনলাইন নিউজ পেপার এসএফগেট প্রকাশ করেছে এই ঘটনা। তার আগ পর্যন্ত এই মিথ্যা টুইট সম্পর্কে কোনো ধারণাই ছিল না ব্যবহারকারীদের।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.