বিশ্বজুড়ে প্রযুক্তির ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ঘটছে। ইয়াহু, মাইক্রোসফট, ফেসবুকের পর এবার সামাজিক যোগাযোগের সাইট টুইটারেও যুক্ত হলেন এক নারী সদস্য। টুইটারের পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন প্রকাশনা প্রতিষ্ঠান পিয়ারসনের সাবেক নির্বাহী মার্জরি স্কারডিনো। এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নারীর ক্ষমতায়নের এ যুগে টুইটারের মতো একটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে কোনো নারী সদস্য না থাকায় দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে পড়েছিল প্রতিষ্ঠানটি।
অবশেষে ৫ ডিসেম্বর স্কারডিনোকে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে মার্জরি স্কারডিনো অবশ্য একেবারে নতুন মুখ নন। এর আগে তিনি ইকোনমিস্ট গ্রুপের প্রধান নির্বাহী ছাড়াও ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতাপ্রতিষ্ঠান নকিয়ার পরিচালনা পর্ষদে কাজ করেছিলেন।
সম্প্রতি পাবলিক লিমিটেড প্রতিষ্ঠান হিসেবে শেয়ারবাজারে এসেছে টুইটার। শেয়ারবাজারে আসার সময় পরিচালনা পর্ষদের সব সদস্য পুরুষ হওয়ায় সমালোচনার মুখে পড়েছিল প্রতিষ্ঠানটি।
টুইটারের প্রধান নির্বাহী ডিক কস্টোলোকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফেলো ভিভেক ওয়াধাওয়া এ বিষয়টি নিয়ে ফেসবুকে কঠোর সমালোচনা করেন।
টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে স্কারডিনো টুইটারের অডিট কমিটির দায়িত্বে থাকা ডেভিড রোজেনব্লাটের স্থলাভিষিক্ত হবেন। টুইটারে যোগ দেওয়ায় একটি নির্দিষ্ট সংখ্যক শেয়ার পাচ্ছেন স্কারডিনো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।