মাইক্রোব্লগিং সাইট টুইটার বৃহস্পতিবারে নতুন ব্লকিং পলিসি সেবার বিষয়ে ঘোষণা দিয়েছে। কিন্ত নতুন ওই পলিসি অনেক ব্যবহারকারীরই পছন্দ হয়নি।
এক প্রতিবেদনে মার্কিন সাময়িকী টাইম জানিয়েছে, নতুন ওই পলিসিতে যাকে ব্লক করা হবে তিনি ব্লকের বিষয়ে কিছুই জানবেন না। এমনকি যে তাকে ব্লক করেছে, তার টুইটও দেখতে পারবেন তিনি।
অন্যদিকে যে ব্যবহারকারী ব্লক করবেন তিনিই কেবল ব্লককরা ব্যক্তিটির কোনো টুইটার কার্যকলাপ দেখতে পারবেন না। নতুন এ ব্লকিং পলিসিটির ফলে অপছন্দকারী ব্যক্তিকে ব্লক করলেও সে ব্লককারীর টু্ইট রিটুইট করতে পারবেন, এমনকি তার প্রোফাইলও দেখতে পারবেন। আর এ বিষয়টিই পছন্দ করতে পারছেন না টুইটার ব্যবহারকারীরা।
এর আগে যে ব্লকিং পলিসি ছিল, তাতে কোনো ব্যক্তিকে ব্লক করা হলে সে ব্লককারীর টুইট বা প্রোফাইল পেইজ কিছুই দেখতে পারতেন না। টুইটার তাদের এ নতুন পলিসিটির বিষয়ে জানিয়েছে, ব্লকের শিকার হওয়া ব্যক্তির হতাশা ও প্রতিশোধস্পৃহা থেকে ব্যবহারকারীদের রক্ষা করার লক্ষ্যেই তারা এ ভিন্নধর্মী ব্লকিং পলিসিটি তৈরি করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।