টুইটারে শেয়ার করার কথা বোধহয় অনেকেই জানেন? সম্প্রতি টুইটার কতৃপক্ষ ২০১০ সালে সবচে বেশী টুইট করা সিনেমার একটা তালিকা প্রকাশ করেছে। সিনেমা ছাড়াও সবচে বেশী টুইট করা নিউজ ইভেন্ট, পিপল, টেলিভিশন, টেকনোলজি, বিশ্বকাপ এবং স্পোর্টস এর একটি তালিকা প্রকাশ করেছে।
সবচে বেশী টুইট করা সিনেমার তালিকাটা একবার দেখে নিতে পারেন ...
1. Inception (#3 overall)
আইএমডিবি রেটিং ৯, ক্রিস্টোফার নোলানের পরিচালনা।
2. Harry Potter and The Deathly Hallows (#9 overall)
আইএমডিবি রেটিং ৮, পরিচালক ডেভিড ইয়েটস
3. Scott Pilgrim vs. the World
আইএমডিবি রেটিং ৭.৯, পরিচালক এডগার রাইট
4. Despicable Me
এনিমেশন সিনেমা, আইএমডিবি রেটিং ৭.৬
5. The Karate Kid
আইএমডিবি রেটিং ৬.২, ১৯৮৪ এর রিমেক এটা, জ্যাকি চ্যান অভিনীত
6. The Last Airbender
দ্য সিক্সথ সেন্স খ্যাত নাইট শ্যামালানের সিনেমা। আইএমডিবি রেটিং খুব পুওর, ৪.৫
7. The Twilight Saga: Eclipse
এটার রেটিংও খুব দুর্বল, মাত্র ৪.৮। পরিচালক ডেভিড স্লেড।
8. The Expendables
সিলভেস্টার স্ট্যালোনের ক্র্যাপ মুভি, রেটিং ও সেরকম, মাত্র ৬.৮
9. The Chronicles of Narnia: The Voyage of the Dawn Treader
৬.৮ রেটিং প্রাপ্ত সিনেমা, মাইকেল অ্যাপ্টেড এর পরিচালনা
10. Paranormal Activity 2
৬.২ রেটিং প্রাপ্ত সিনেমা, টড উইলিয়ামস এর পরিচালনা।
আমি এই সিনেমাগুলোর খুব কমই দেখেছি, এটা মনে রাখা দরকার যে যে সিনেমা নিয়ে টুইট করা হয়েছে বলেই তালিকায় এই সিনেমাগুলোর নাম এসেছে। সিনেমা নিয়ে ভালো মন্দ দুই ধরনের কমেন্টই টুইট করা হতে পারে।
টুইটারের মূল তালিকা
আমার সাম্প্রতিক কিছু পোস্ট যা এখনো ব্লগে প্রকাশিত হয় নি...
লাইফ ইন আ মেট্রো
দ্য বাটারফ্লাই ইফেক্ট
সম্প্রতি কি সিনেমা দেখলাম, আপনিও শেয়ার করুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।