আমাদের কথা খুঁজে নিন

   

গাড়ি ঘোড়া ছাড়িয়া মর্দে সাইকেল চড়িল। ডিজিটাল সাইকেল পোষ্ট।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

দেশে জ্যাম জটের যে অবস্থা তাতে দেশে যাবার সময় একটা বাই সাইকেল নিয়ে যাব ভাবছি, আপনারা কি বলেন?? কোন ধরনের সাইকেল কিনব বুঝতে পারছি না। বলেনতো আপনাদের কার কোনটা পছন্দ হয়?? আমার কিন্তু সবই পছন্দ হয়, কিন্তু চিন্তা করতেছি কোনটা দেশের জন্য মানানসই হবে। একবার ভাবি এতদিন পরে দেশে যাব, একটু স্টাইল ফিস্টাইল দেইখা কিনি, আবার ভাবি দেশে রাস্তা ঘাটে প্রায়ই পানি দেখা যায়, তাই এমন সাইকেল কিনি যা পানিতেও চালানো যাবে। আবার অন্য মানে ভাবি বেশি দাম দিয়ে কিনলাম কিন্তু যদি বখাটে ছেলেদের পছন্দ হয়ে যায়, তখনতো আমও যাবে ছালাও যাবে। দেখেনতো সাইকেলটা পছন্দ হয় কি না?? আর বলেনতো সাইকেলের মানুষটা কে?? তার সাথের মানুষটাও কে বলতে পারবেন কি??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.