আমাদের কথা খুঁজে নিন

   

সাইকেল এবং সাইকেল

ফেসবুকে আমি https://www.facebook.com/LINCON04

সাধারণত সবশ্রেনীর মানুষের কথা মাথায় রেখে একমাত্র পত্রিকার সাংবাদিকরা লিখতে পারেন। তাই উনাদের লিখাটা অনেক সময় নিরাবেগ, কাঠখোট্টা টাইপের হয়ে থাকে।
আমি বেশীরভাগ সময় চেষ্টা করি, যা লিখছি তা যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়। এই করতে গিয়ে অনেক সময় যা হয়, লিখাটা ছোটরা গ্রহন করতে পারেনা মাথার উপর দিয়ে যায় বলে, বড়জনরা গ্রহন করেন না ছেলেমানুষি ছাপ থাকে বলে। নিজের লিখা সম্পর্কে এত কিছু বলার একটা উদ্দেশ্য হচ্ছে, আমি এবার সরাসরি বড়দের জন্য লিখছি লিখাটি।


প্যাঁচগোছ বাদ দিয়ে লিখার মুল অংশ টুকু যদি টাচ করাতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব।

বাবা প্রতি বৃহস্পতি বার প্রায় ৩৫ কিমি চড়াই উতরাই পেরিয়ে সাইকেল চালিয়ে উনার ব্যবসাস্থল থেকে বাড়ি আসতেন। উনার সাইকেলটি বোধহয় ফিনিক্স সাইকেল ছিল এবং সিট বেশ উঁচুতে ছিল। তখনকার দিনে যানবাহন কম থাকায় বাবা অনেকটা সময় সাইকেল চালাতেন। স্কুলে শিক্ষকতা করার সময় ও উনি সাইকেল চালিয়ে স্কুলে যেতেন।

যদ্দুর শুনেছি উনি সেই সাইকেল ২৩ বছর ধরে চালিয়েছেন, এখনো আমাদের ঘরে সেই সাইকেলটি আছে! আমি নিজেও 'কেচি মেরে' ঐ সাইকেল চালাতাম!

আমাদের স্কুলের বেশিরভাগ স্যারের সাইকেল ছিল, উনারা স্কুলে সাইকেল চালিয়েই আসতেন। আপনারা কষ্ট করে একটু স্মৃতি হাতড়ে দেখুন; অনেকের কথা মনে পড়ে যাচ্ছে যারা সাইকেল চালিয়ে পঁচিশ তিরিশ মাইল যাতায়াত করতেন।

হালের সময়ে এসবের নানা গালভরা নাম দেয়া হচ্ছে, সাইক্লিং, কমিউটিং, রাইডিং, স্টানিং ইত্যাদি! তরুণদের অনেকে তো একে সাইকেলই বলতে চায়না, বলেন 'বাইক'! তবে যাইহোক একটা গনজোয়ার সৃষ্টি হয়েছে সাইকেল নিয়ে এতে কোন সন্দেহ নেই। ফ্যাশন বারবার ফিরে আসে, এই সুত্রে সাইকেলের জোয়ার আবার ফিরে এসেছে কিনা সেটি সমাজ বোদ্ধা, গবেষকরা বলতে পারবেন।

বেশীরভাগ মানুষ একে ফ্যাশন হিসেবে নিলেও অনেকে একে একেবারে প্রয়োজন হিসেবে নিয়েছেন।

আমি এখন উনাদের কথাই উল্লেখ করতে চাইছি। এ প্রসঙ্গে কয়েকটি কথা বলতে চাই।
বাংলাদেশের বড় শহর গুলো এখন ট্রাফিক জ্যামের জন্য প্রসিদ্ধ, বিশেষ করে ঢাকা, চট্টগ্রামে এই সমস্যা চরমে। নিজের অভিজ্ঞতা থেকে বলছি এখানে মোটামুটি আধা ঘন্টার গন্তব্যে পৌছোতে আপনার দুই ঘন্টা‌ লেগে যেতে পারে, ক্ষেত্রবিশেষ আরো বেশী ও লাগতে পারে।
জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির ফলে গাড়ি ভাড়া প্রতি দুই থেকে তিনমাস পর পর বেড়ে যাচ্ছে।

বেতনের এক চতুর্থাংশ চলে যাচ্ছে পরিবহন খাতে, একটু হিসেব করলে বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে।
যাই বলুন, আগে বাবা-চাচারা ক্ষেতে খামারে কাজ করতেন, উনাদের কায়িক পরিশ্রম হতো, রোগবালাই তেমন কাছে ঘেঁষত না। কিন্তু এখন, বয়স পঞ্চাশ ছুলেই ডায়বেটিস, হাইপার টেনশন ইত্যাদি নানা জটিল রোগ বাসা বাঁধছে শরীরে। ডাক্তাররা বলেন, ব্যায়াম করতে, কিন্তু যায়গা কই? সময় কই?

এবার লিখার সাথে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিন। আশা করছি আপনি অলরেডি বুঝে ফেলেছেন আমি কি বলতে চাইছি! হ্যাঁ! আমি সাইকেল বয়সে আবার ফিরে যাওয়ার কথা ই বলছি!
প্লীজ একটু ভেবে দেখুন!
একটু নস্টালজিকতা আপনাকে পেয়ে বসুক।

কল্পনায় আপনার ফিনিক্স, হারকিউলিসের ধুলো ফু দিয়ে ঝেড়ে ফেলুন, নেমে পড়ুন রাস্তায়।

চিন্তার কিছু নেই! আমরা এক ঝাঁক তরুন রাস্তা পরিষ্কারে নেমেছি চট্টগ্রামেAdventure Club of Chittagong (ACC) এবং ঢাকা সহ সমগ্র বাংলাদেশে BDCyclists এর ব্যানারে! নিজেদের জন্য, ভবিষ্যতের সবুজ পৃথিবীর জন্য !

ওসব গালভরা নামে আপনাকে যেতে হবেনা, শুধু সাইকেল আর হেলমেট! আমরা জানি তিরিশ, চল্লিশ মাইল চালানো আপনার জন্য কোন ব্যাপার ই না! আসলে বলতে কি, আমাদের শহর গুলো খুব ছোট, লম্বালম্বি হিসেব করতে গেলে বিশ/ পঁচিশ মাইলের বেশী হবেনা। শুধুমাত্র জ্যামের মারপ্যাঁচে ফেলে আমরা একে দীর্ঘা‌য়িত করে ফেলেছি। আবার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, শহরে এমাথা থেকে ওমাথা যেতে এক ঘন্টার বেশী লাগেনা।

আর এখন নানা রকম সুবিধা সম্বলিত সাইকেল বেড়িয়েছে।

কোনটা ১৮ স্পিড, কোনটা ২১ স্পিড, কোনটা ২৮ স্পিড। আবার কোনটায় ডুয়েল সাসপেনশন, কোনটায় ডিস্ক ব্রেক! এসব নানা সুবিধা সাইকেল চালানোকে আরো অনেক সহজ করে দিয়েছে সাইক্লিস্টদের কাছে! (দুঃখিত! আমি সাইক্লিস্ট শব্দটা এখানে ব্যবহার করে ফেললাম!! এখন থেকে সাইকেল ওয়ালার জায়গায় আমি সাইক্লিস্ট শব্দটি ব্যবহার করব! )

অলরেডি যাঁরা কল্পনায় ফিনিক্সে চড়ে চালানো শুরু করে দিয়েছেন, তারা বোধহয় এতক্ষন উপরে সাইকেলের বর্ণনা শুনে আবার বাসে, সিএঞ্জিতে, প্রাইভেট গাড়িতে উঠে গেছেন! না! আমরা কিন্তু তা হতে দিচ্ছিনা! আমরা পণ করেছি আপনাকে আবার সাইকেলে তুলবো, কারন আমরা যদি এটি না করতে পারি তাহলে আমাদের লক্ষ্যমাত্রা "২০১৫ সালের মধ্যে শহরের অর্ধেক যানবাহন সাইকেল হবে", তা পূরণ হবেনা! পৃথিবী আবার সবুজ হবেনা, আপনাকেও ডায়াবেটিস থেকে বাঁচাতে পারবো না!

আপনাকে আমরা সাইকেল যন্ত্রাংশ চিনিয়ে দেব। আপনারা যেমন করে ছেলেবেলায় আমাদের ক খ অ আ শিখিয়েছেন তেমন ভাবে!

আমরা সাইকেলের নতুন প্রযুক্তি আপনার জন্য সহজ করে দেব!

বিগেনার রাইড, বিগেনার লেসন, উইকেন্ড রাইড, কমিউটীং, সাইকেল খুঁটিনাটি নিয়ে আলোচনার মাধ্যমে আমরা আপনার জন্য সাজিয়ে রেখেছি বিভিন্ন প্রোগ্রাম!

তাহলে কবে আসছেন আপনি সাইক্লিস্টদের দলে?
কবে আসছেন সবুজে অংশ নিতে?




অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.