আমাদের কথা খুঁজে নিন

   

সাইকেল



ছোট বেলায় একটা চার চাকার সাইকেল ছিল আমার । বাসায় কেউ আসল বলতাম সাইকেলে চড়ও । দিনে দিনে ঘুণ ধরে তাতে । একটা সময় বড়বেলায় আর খুজে পাইনি তাকে । কিন্তু আশা রয়ে রেছে একটা সাইকেলের ।

নীল সাইকেল । নীল সাইকেলের স্বপ্ন টা বড়বেলার স্বপ্ন । গত একবছর পুষে রেখেছি তাকে । একটা সুন্দর দিনের জন্য । অথচ কাল খুব কঠিন ভাবে বলে দিল পাবা না সাইকেল, সব স্বপ্ন পূরন হতে নেই , তুমি বড় হইছ আর বড় কথা তুমি মেয়ে তাই যা খুশি তুমি তা করতে পারনা ।

সব স্বপ্ন পূরন হয় না । আর বলবনা কথা । স্বপ্নের কথা কখনই না । ভাববো না । স্বপ্নের গুষ্ঠী মারি ।

আমি আর স্বপ্ন দেখবনা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.