আমাদের কথা খুঁজে নিন

   

উধাও উইলিয়াম-কেট জুটি!


বিয়ের পরপরই উধাও হয়ে গেছেন ‘রয়্যাল জুটি’ প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। বাকিংহাম প্যালেস থেকে যুক্তরাজ্যেরই অজ্ঞাত কোনো স্থানে অবকাশযাপনে গেছেন তারা। তবে এটা নিশ্চিত যে, তারা মধুচন্দ্রিমায় যাননি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ডিউক এবং ডাচেস অফ কেমব্রিজ বৃটেনের অজ্ঞাত কোনো স্থানে অবকাশ যাপনে গেছেন।

ক্যাজুয়াল ড্রেস পরে একে অপরের হাত ধরে হেলিকপ্টারে উঠতে দেখা গেছে তাদের। এরপরই তাদেরকে নিয়ে হেলিকপ্টার উড়াল দিয়েছে অজানা সেই গন্তব্যে। সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, ধারণা করা হচ্ছে, ট্র্যাডিশনাল পোস্ট-ওয়েডিং হলিডে’র অংশ হিসেবেই অবকাশযাপনে গেছেন এই জুটি। সেখানে দুই সপ্তাহ ছুটি কাটানোর সম্ভাবনা রয়েছে তাদের। তবে এমনও শোনা যাচ্ছে, আগামি সপ্তাহেই কাজে ফিরবেন উইলিয়াম।

সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার পাইলট হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন তিনি। এর কিছুদিন পরই বহুল আকাক্সিখত মধুচন্দ্রিমার উদ্দেশ্যে যাত্রা করবেন তারা।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।