: আমার হারিয়ে যাওয়া তুমুল কালো মেঘ
এইতো কিছু দিন হল। ঈশ্বর আমাকে ছেড়ে গেল। যদিও অনেক আগেই ছেড়ে যাওয়ার কথা ছিল। আমি মানুষ হিসেবে সুবিধার না। তবুও মনে হয় সে আমাকে বেশ পছন্দ করত।
তিনি আমাকে ছেড়ে যাওয়ায় বিশেষ যে সমস্যা হচ্ছে অন্যান্য দেবতা ও দেবীগন ও আমার সাথে বেশ বিরুপ আচরন করে। আমার অনেকটা পথ হাটতে হলেই সূর্যদেব হেসে উঠে। বলে ওঠে বাছা বহুদিন তো ছায়ায় ছিলে। তবুও আমার দিন বেশ চলে যাচ্ছে। আমিও তো ঈশ্বরের প্রতি অসন্তুষ্ট ছিলাম।
কিন্তু এতে তার কখনই সমস্য হয় না কোথাও। তার সৈরাচার অনন্ত কাল যাবত চলছে। চলবেও। যাই হোক। আমি তাকে বুঝতে না পারলেও সে কিভাবে আমাকে বুঝতে পারে সেটাই বেশ অবাক লাগে।
আর নরকের দেবতারা তো এখন আমার নিত্য সঙ্গি। রাতে বার বার জাগিয়ে দেয়। মাঝে মাঝে আমি দেখতেও পাই মনে হয়। সারাদিন সিগারেট না খেয়ে থাকলেও নরক থেকে উঠে আসা পিশাচদের ভয়ে আমার গলা শুকিয়ে যায় যখন একের পর একটা সিগারেট খেতে হয়। রাগে নাকী মানুষের গা জ্বলে।
আমার সব সময়ই দেখি কেন জানি মনে হয় আমার হৃৎপিন্ডে আগুন জ্বলতে শুরু করে। বিশেষ করে যখন দেখি ঈশ্বর আমার কথা বুঝতে পারেনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।