দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...
বিশেষ অতিথি, দেশ বরেন্য জননেত্রী এবং আপেসহীন নেত্রী।
আজ ১ মে রবিবার, কানাডার রাজধানী অটোয়ায় প্রবাসী বাঙালিদের বৈশাখী মেলা অনুষ্ঠিত হলো। স্থানীয় গ্রীক হেলেনিক সেন্টারে আয়োজিত এ মেলায় দিন ভর ছিল উপচে পরা মানুষের ভিড়। দিন ভর দেশীয় খাবার, পোষাক, ও ফাঁকে ফাঁকে স্থানীয় শিশু শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দে মেতে ছিল মেলায় আগত দর্শক।
বাংলাদেশ ও বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি প্রবাসে জন্মানো নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এ রকম অনুষ্ঠানের মূল থিম হয়ে থাকে। মেলায় বাচ্চাদের জন্য ছিল যেমন খুশী তেমন সাজ একটি পর্ব। এতে যে দুটি শিশু আগত বিপুল সংখ্যক দর্শকের দৃষ্টি কাড়ে তারা সেজে ছিল বাংলাদেশের বিবাদমান রাজনৈতিক দলের দুই নেত্রীর সাজে। বাংলাদেশে এই দুই ব্যাক্তি কলহে লিপ্ত থাকলেও এই শান্তির দেশ কানাডাতে বাংলাদেশের ভবিষ্যত এই দুই কান্ডারী দিন ভর হাত ধরাধরি করে হেসে খেলে বেড়িয়েছেন। করেছেন কিছু কেনাকাটা দুজনে মিলে।
জননেত্রী শেখ হাসিনা'র সাজে সেজে ছিল অটোয়ার কানাতায় বসবাস রত ফাতিহা ইসলাম সুবহা।
আপোষহীন নেত্রী খালেদা জিয়া'র সাজে ছিল অটোযার হেরনগেট গ্রামে বসবাস রত গ্রন্থ ওয়াদুদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।