আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাথার ঘুড়ি

একটি চিকন 'ব্যাথা' ২০ বছর পুষেছি নিজের করে আগলে রেখেছি কাউকে জানতে দেইনি কি সে ব্যাথা। জানতে দেইনি বলে বন্ধুরা সবাই বলে অভিমানী বালক বড্ড জীদ এটেছে নিজের কথা বলতে চায়না কষ্ট পোষে বুকের ভেতর! কিন্তু কেন? আমিত আমার ব্যাথাই গোপন করেছি এতে তোমাদের কি? আমি আমার এই ব্যাথার মাঝে কান্ডারী খুজেছি । ইচ্ছা ছিল একদিন কাউকে বলব কিন্তু যাকে বলতে চাই সে কি বুঝবে আমার এই ব্যাথার দরদ! কষ্টের কি রং আমি জানি! স্বপ্নগুলো আমার জাপসা দেখাই, অলীক ভাবনা মনের সংগোপনে নিছক ঝুড়িতে রাখি। কষ্টের ঘুড়ি ওড়াই ঝির ঝির বাতাসে দোল খায় আকাশে আমি পুড়ি কিসের দহনে ঘুড়ি কি জানে ইচ্ছে ঘুড়ি শুতো ছেড়ে চলে যায় দূরে সে কোন সে দূরে নীল ঘুড়ি, আকাশ নীল, সাগরের জল নীল আমার দুঃখ নীল মিলেয়ে যায় অচীন পুড়ে। এখন দেখি প্রিয়ার শাড়ীর আচল ও নীল। কি সেই ব্যাথায় নীল করে আমায় শুনাতে এসেও পারিনি আমার ব্যাথা আমারি রয়ে গেল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.