∞ দিনের শুরু রাতের শেষক্ষণে যাকে খুজে পাও আমি সেই সকাল ∞
প্রেম চাইনা; ভালোবাসা চাই
_____________________
প্রেম চাইনা; ভালোবাসা চাই;
জুলিয়েটে, রজকিনী,রাধা,কিংবা সুফিয়া লরেন চাইনা;
সাদামাটা গেয়ো একটা মন চাই।
মনের উঠোন নিকোয় দেবে যে স্ব-হস্ত ধরে,
যার অধর রঞ্জিত হবেনা কোন সস্তা দরের রঙ্গিন আস্তরে।
যে ডাকবে চোখের ডাকে, মনের বাধেঁ,
ছলনা কিংবা মিথ্যে প্রনয়ের আহবানে নয়।
আমি তেমনি একটা স্বচ্ছ মার্বেল চাই;
যাতে চোখ মেললে দেখা যাবে এপাশ ওপাশ।
সাদামাটা একটা মন চাই।
যার চোখে সন্ধ্যে নামবে শুকতারা নিয়ে,
আগুনজ্বলা মোহে নয়, বারুদ ভরা কড়িকাঠের চুলোয়;
আমি পুড়ে পুড়ে খাটি হয়ে মিশতে পারবে তার হৃদয়ের গ্রহান্তরে।
আমি তাই ভালোবাসা চাই প্রেম চাইনা।
এক টুকরো মেঘ
__________________
আজ আকাশভাঙ্গা মেঘের নিনাদে; বৃষ্টির আহবান।
আমি কান পেতে শুনি;চুপ করে রই এই মাতালী রাতে;
তাই বর্ষিত এ রজনীতে ধারাপ্রপাতে খুজেফিরি তারে;
যে আমায় বিনাবাক্যে কাছে টেনেছিলো বৃষ্টির মতো করে।
আজ জোছনার ভাঙ্গা চাঁদ আর নির্ঘুম অর্ধরাতে,
বিন্দু বিন্দু বৃষ্টি কনা হয়ে রইবে যে আমার সাথে।
যে বৃষ্টির ছন্দে পরমানন্দে আমারে জড়াবে তার গায়।
আমি আজ তার হাতের মুঠোয় দেবো এক টুকরো মেঘ গুজে;
যখন খুশি বর্ষনে ভাসাবে সে আমায়।
যে সুখ বিকিয়ে দিয়ে দুঃখ কিনতে চায়
__________________________
যে ব্যাথা লুকায় কথার ছলে,
বুকের রেলগাড়ি চলে যার ব্যাথার কয়লা ভরে।
যার হাত পা ভরা ছ্যাকা আগুন দাগা,
যার কষ্ট ঝুলে থাকে হৃদয়ের ঘর জুড়ে।
তাকে আর কি শান্তনা দেব বলো।
সে.যে একা থাকা মাঠে,
কিংবা জনশূন্য সাগরে
ভাসা স্বপ্নের বিভোরে
সময় কে পোড়ায় অবিরত
মঙ্গা,দাঙ্গা,হাঙ্গামাকে যে রেখেছে সযতনে জীবন শিকোয় তুলে।
যে পেয়েও হারায়, পরম সে সুখ,
যে আধাঁর বাধে আলো ভরা বুক;
যে কয়লা পাহাড়কে কাছে টানে,
চুম্বন করে তার গায়।
যে সর্বনাশে চুপ করে রয়;
যার জমে থাকা ক্লেশ লুকিয়ে আড়ালে করে হায় হায়।
তাকে কি আর বলবো .......... .
যে সুখ বিকিয়ে দিয়ে দুঃখ কিনতে চায়।
---------------------------সমাপ্ত-----------------------
∞ আমি সবসময় সহজ করে সহজ বাক্যে লিখি ∞
∞ আমি পুরোনো শব্দের নতুন কারিগর ∞
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।