আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাথার মহাঔষধ



আমার অফিসের নীচে মাইকিং করে রিক্সায় ব্যাথার এক মহাঔষধ বিক্রি করছে... শরীরের সবধরনের ব্যাথা জন্য চায়না ব্রান্ডের এক পাওয়ারফুল ঔষধ। বিশ্বের যেকোন সিটিতে এই ঔষধকে এক নামে চেনে। ৫০ বছরের পুরোনো ব্যাথা। অনেক ঔষধ খেয়েছেন, অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছেন, ভাল হয়নি। এখনও আমাবশ্যা-পূর্ণিমার রাতে ব্যাথা জেগে ওঠে।

হাতে ব্যাথা, পায়ে ব্যাথা, মাজা ব্যাথা, কোমরে ব্যাথা, বুকে-পিঠে ব্যাথা, জয়েন্টে-পয়েন্টে ব্যাথা, ঘাড়ে-গর্দানে ব্যাথা,গিড়ায় গিড়ায় ব্যাথা। দাতের ব্যাথা, বাতের ব্যাথা। বুড়ো মানুষের অনেক পুরোনো ব্যাথা। আপনার সকল ধরনের ব্যাথার জন্য ওপেন চ্যালেঞ্জ। মানব দেহের যেকোন ব্যাথা নিমিষেই পরিষ্কার।

মাত্র তিন মিনিট সময় দেবেন, জায়গায় দাড়িয়ে প্রমান। এই মুহুর্তে কারো ব্যাথা থাকলে আমাদের চ্যালেঞ্জ গ্রহন করুন, আসুন আমাদের গাড়ির নিকট। বিনামূলে একবার লাগান, ব্যাথা নাই। অনেক ভাই মনে করতে পারেন ঔষধ লাগিয়েছি ব্যাথা সেরে গেছে ভাল হয়েগেছি, আর ব্যাথা হবে না। কিন্তু না ব্যাথা অাবার হবে।

ব্যাথাকে চিরতরে দূর করতে হলে আপনাকে অন্তত: চারবার লাগাতে হবে। দাম মাত্র ২০ টাকা। এখনই কিনতে হবে না, আসুন আগে যাচাই করুন..... ভাইরে আমিতো অল্পকিছু বললাম, আরো কতো যে ডায়লগ। কান ঝালপালা। বোধহয় কানের জন্য ডাক্তারের কাছে যেতে হবে।

নোট: এই পোষ্টটা কয়েকদিন আগে একবার দিয়েছিলাম, প্রথম পাতায় আসেনি বলে আবার দিলাম।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৮৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.