গতকাল আমার একটা কাহিনী বলি। কাল ক্যাম্পাস থেকে রাত ২টার দিকে আমার বাইসাইকেলে করে বাসায় যাচ্ছিলাম। কাল একটু দেরী হয়ে গিয়েছিল একটা এসাইনমেন্ট শেষ করতে। যাই হোক যাবার পথে একা একাই করলাম এক্সিডেন্ট। ল্যাপটপ ছিটকে গিয়ে পড়ল, সাইকেল বাকা হয়ে গেল, আর আমি চ্যাপ্টা হয়ে গেলাম হাত এবং পায়ে বিশেষ করে। কিন্তু এর ভিতরও মজা পাইলাম কারন কষ্ট কইর্যা উঠে দাড়াইয়্যা দেখি আমার প্যান্ট ছিইড়া ফাতা ফাতা হইয়্যা গেছে। কেমন যেন আমার মজা লাগছিল। খুব ব্যাথা পাইছিলাম তারপরো নিজে নিজে হাসিছি। তারপর কোন রকম লজ্জা নিবারন করে বাসায় গেলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।