আমাদের কথা খুঁজে নিন

   

সঙ্গী হবে?



সঙ্গী হবে? যখন আমি জোছনা দেখি, চাদের আলো গায়ে মাখিয়ে জোছনার জলে ন্সান করি। দুপুর রোদে একা বসে, সূর্যের সাথে গল্প করি? সঙ্গী হবে? যখন আমি আবছা আলোয় একলা হাঁটি, ছন্নছাড়া বিকেলগুলু আমায় যখন দিচ্ছে ফাকি। ভোরের পাখি আমায় ডাকে, আড্ডা দিতে জানলা ধারে, তন্দ্রা চোখে আমি যখন গল্প শুনি তাদের কাছে? সঙ্গী হবে? শেষ বিকালে যখন আমি উদোম পায়ে শিশির মাখি, রাত্রি এলেই যখন আমি নিঃস্ব হয়ে ঘরে ফিরি। আকাশ ভরা তারা দেখে হাতরে বেড়ায় স্মৃতিগুলো, স্মৃতিমাজে যখন আমি খুজে নাপাই তোমার ছবি? সঙ্গী হবে আমার তুমি? কল্পনাতে হৃদয় যখন তোমায় নিয়ে স্বপ্ন বুনে, যখন আমার চোখ ভিজে যায়, স্মৃতি মাজে তোমায় খুজে...?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।