আমাদের কথা খুঁজে নিন

   

সঙ্গী যখন দীর্ঘশ্বাস

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.

আকাশের অস্তমিত সূর্য এ গাঢ় কালো মেঘে ঢাকা আকাশে, দূর দিগন্ত থেকে ভেসে আশা মেঘের গর্জনে পথহারা পথিকের দ্বিকবিদ্বিক ছুটোছুটিতে পাখিদের অবিরাম কোলাহলে নিড়ে ফেরা সবই আপন লাগে শুধু তুমি ছাড়া। আমার ধৈর্য্য এর বেত্যয় ঘটিয়ে তোমার অনবরত অবেহেলার শিকার হয়ে, দিনকে দিন তোমার ভুল গুলোকে প্রশ্রয় দিয়ে আমি আজ ফেলছি শুধুই দীর্ঘশ্বাস। তোমার ওই কাষ্ঠকঠিন মনটাকে আজ ও যে লাগে আমার অচেনা, অথচ কি ভুল করেছিলাম তোমাকে ভালবেসে বুঝিনি তখনও তা ছিল তোমার অজ্ঞতা ভালবাসা কি সেটা তুমি বোঝনি কখন ও তোমার অজ্ঞতায় অপমানিত করেছো ভালবাসাকেই সত্য মিথ্যা যাচাই করিনি কখন ও যখন সব সত্য হল একদিন ফাঁস তারপর ও তোমাকে ভুল বুঝিনি। আমার সমস্ত পৃথিবীটাকে দুলিয়ে দিয়ে পেলে কি শুখ, তুমি তোমার মত করে? এই বুকে যে জ্বালা বইছে অবিরত কোনকিছুর বিনিময়ে তা নিভানো যাবে না, শুধু জেনে রেখ ওহে প্রিয়তমা, আমার কাছেই তোমাকে আসতে হবে বারে বার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।