সুখীমানুষ
পায়ের সঙ্গে রইলো বাধা পা
লক্ষ্য মোদের একই সীমানা।
স্মৃতি মোদের একই সূতায় বাধা
একই সুরের মুর্ছনাতে গীত হয়েছে সাধা।
একের ভুলে অন্যের ক্ষমায় চলেছি এতদূর
আমার গীতে প্রান পেয়েছে তোমার দেয়া সুর।
নদীর পরেই পথ, মাঠের শুরু পরে
শীতের সাঝে নির্জনে কুয়াশা ঝরে।
এপথেই যাত্রা তোমার আমার
তখন এখন আবার, তখন এখন আবার।
২৫-ডিসেম্বার-০৭, প্রেমবাগান, ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।