ভালোবাসি দেশ, মাটি ও মানুষ। ভালোবাসি প্রকৃতি, গান, কবিতা। আর তাই পছন্দ করি প্রকৃতির টানে ঘুরে বেড়াতে প্রকৃতির মাঝে। কখনো কখনো প্রকৃতির অপার সৌন্দর্য বন্দি করি ফ্রেমে। না, রঙ তুলিতে নয়, ক্যামে।
সঙ্গী হবি
অরণ্য আবীর
তুই কি আমার মায়ের মত
দুঃখ খাবি
কষ্ট খাবি
তুই কি আমার বাবার মত
দেয়াল হয়ে
আগলে রাখবি
তুই কি আমার ভাইয়ের মত
আদর দিবি
শাসন দিবি
তুই কি আমার বোনের মত
স্নেহের ডোরে
বেঁধে রাখবি
তুই কি আমার
শুধুই আমার
মায়ের মত ভাইয়ের মত
বাবার মত বোনের মত
এক জনমের
সঙ্গী হবি
উত্তরা ।। ৪ ফেব্রুয়ারী ।। ২০১৪
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।