আমাদের কথা খুঁজে নিন

   

ছায়া সঙ্গী

আমি ভূবন

কোন এক শতাব্দীর শেষ প্রান্তে তুমি আমায় ডেকো আমি আসবো কাছে ছায়া হয়ে তোমার পাশে। আমার ছিল যত আনন্দ সবই তোমায় দিব বিনিময়ে তোমার দুঃখ দিও আমি নিব। জানতে চেওনা তুমি কে আমি,কি আমার পরিচয় ভেবে তোমার অবচেতন মনে, ক্ষণে ক্ষণে পেওনা আমায় ভয়। শুধু এইটুকুই জানো আজি আমি তোমার কোন এক অতীত বর্তমান ছায়া সঙ্গী। যদি তবুও তোমার চিন্তার গতি সীমা হয়ে যায় পার আমি হারিয়ে যাব তুমি তৃষ্ণাত্ব চোখে খুঁজবে আমায় বারবার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।