মা মাটি মানুষকে ভালোবাসি-এই মিথ্যে কথাটা বলতে আর ভালো লাগে না! অনুচ্চাকাঙ্ক্ষী, দৃঢ়, সত্য প্রকাশে অনঢ়...
ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে শেরে বাংলা নগর থানার ওসিকে চিঠি দিয়েছে দুর্বৃত্তরা।
চিঠিতে শুক্রবারের একটি অনুষ্ঠান বন্ধ করার দাবি জানিয়ে বলা হয়, তা না হলে বোমা মেরে সম্মেলন কেন্দ্র উড়িয়ে দেওয়া হবে। চিঠিটি পাঠানো হয় সাজ্জাদ হোসেন (১১) নামের এক শিশুর হাত দিয়ে। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার সন্ধ্যায় মেরিল-প্রথম আলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিলো।
শেরে বাংলা নগর থানার ওসি জিয়াউজ্জামান বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ওই শিশু চিঠিটি নিয়ে আসে।
তিনি বলেন, "মোটর সাইকেলে করে দুই ব্যক্তি এসে বাচ্চাটির হাতে ওই চিঠি দিয়ে তা থানায় পৌঁছে দিতে বলে। নির্দেশ অনুযায়ী শিশুটি চিঠি পৌঁছে দিতে থানায় ঢুকতে চাইলে কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার তাকে আটকান। "
পরে ওই চিঠি ওসির কাছে পৌঁছে দেওয়া হয়।
এসআই মতিয়ার জানান, সাজ্জাদ স্থানীয় ইসলামিক ফাউন্ডেশনের মাদ্রাসায় পড়ে।
চিঠিতে লেখা রয়েছে 'নাচের অনুষ্ঠান' বন্ধ না করলে এক ঘণ্টার মধ্যে বোমা মেরে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র উড়িয়ে দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/এএল/জেকে/২১৫১ ঘ.
এই খবরে বিচলিত না হয়ে উপায় নেই। এক ঘন্টার মধ্যে একটা অনুষ্ঠান বোমা মেরে উড়িয়ে দেয়া চাট্টিখানি কথা নয়। যদি এর পেছনে ইসলামি জঙ্গিদের ভূমিকা থেকেই থাকে, তাহলে শক্তিশালি বোমা তৈরী, জঙ্গি আস্তানা, জিহাদি কার্যক্রম হয়তো-বা আবারো এসবের ভেতর দিয়ে সংঘবদ্ধ হচ্ছে জঙ্গিরা। এটা ভীষণ শঙ্কার বিষয়।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জনাবার হাস্যকর বক্তব্যও চিন্তার উদ্রেক করে। সবমিলিয়ে পরিস্থিতি ধোঁয়াটে। ২০০৪ সালের ২১ আগস্টে জেএমবি সদস্যরা আর্জেস গ্রেনেড সরবরাহ করেছিলো। সেই গ্রেনেডে গুঁড়িয়ে গেছে একটি রাজনৈতিক মঞ্চ। আইভি রহমানের মতো নিরীহ ব্যক্তিরা অযাচিতভাবে মৃত্যুপথযাত্রী হয়েছে।
সরকারকে অবশ্যই জঙ্গিদের সংঘবদ্ধতার ব্যাপারে সতর্ক থাকতে হবে। এখানে কয়েকটা বিষয় লক্ষণীয় :
১. ব্যাপারটা যে মোটেই ছেলেখেলা না সেটা বুঝা যাচ্ছে। চিঠি হাতে একটা শিশুকে থানায় কেন পাঠানো হবে? থানা-পুলিশ নিশ্চয়ই কোন হাসি তামাশার জায়গা না?
২. শিশুটার (সাজ্জাদ) বয়স ১১ বছর। এই বছরের শিশুদরে ব্রেইন ওয়াশ করে এ ধরণের জিহাদি কার্যক্রমে ইনভলভ্ করাটা অসম্ভব কিছুই না!
৩. এখানে ইসলামিক ফাউন্ডেশন এর 'মাদ্রাসার' কথা উঠে এসেছে। এই ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয়ের অধীনের একটি সংগঠন।
যাদের ওপর সরকার চাঁদ দেখা সহ আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্যের জন্য নির্ভরশীল। এমন একটি সংগঠনের নাম তদন্তে প্রকাশ হওয়াটা চিন্তার বিষয়। এর আগে হরকাতুল জিহাদ, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ এর নাম আমরা শুনেছি কিন্তু ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মাদ্রাসায় জঙ্গি তৎপরতা অনুপ্রবেশ করলে তার প্রতিরোধ অতীব জরুরী।
৪. এক ঘন্টার মধ্যে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র উড়িয়ে দেয়া চাট্টিখানি কথা না। হয়তো-বা শক্তিশালী ডেটোনেটর, এক্সপ্লোসিভ হুমকিদাতাদের সংগ্রহে আছে।
সবমিলিয়ে উপরোক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত জরুরী।
তথ্যসূত্র :
১. বিডিনিউজ২৪.কম
Click This Link
২. ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সম্পর্কে জানতে :
Click This Link
৩. ২১ আগস্টের রোমহর্ষক গ্রেনেড হামলা :
http://www.youtube.com/watch?v=qFbAEilfhVc
ছবি :
http://www.bangladeshihindu.com/tag/terrorism/ থেকে সংগৃহীত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।