আমার নাই ঠিকানা ঘর...
মানুষের অন্তর্গত যন্ত্রণা সভ্যতার ইতিহাসে আর কখনোই এত তীব্র ছিলনা। এত দিন মানুষ বদলেছে বা আধুনিকতায় গিয়েছে। এখন মানুষকে হয় পেছনের কোনো ধাপে যেতে হবে এ অসমন্বিত আধুনিকতা নিয়ে অথবা পুড়তে হবে এভাবে। যাই করুক তা বিশেষ কিছু হয়ে যাবে তেমন নয়। তবে এ যন্ত্রণা না বুঝে যারা দেখানো পথে ঘুরে ফিরে, যার দরকার নেই জীবনের কোনো অর্থ, সেই আসলে মৌলিক প্রাণ।
আর আলাদা ভাবে জীবনকে অর্থময় করে তোলার যে চেষ্টা তা ভাঁওতাবাজী। শেষ পর্যন্ত সকল মানুষই অর্থহীনতা পুঁজি করে বেঁচে থাকতে চায়। মাঝখানে আধুনিকতা নামক ফাল পারাপারি হলো নিজেকে অন্যের চাইতে আলাদা হিসেবে প্রতিস্থাপনের চেষ্টা এবং এটাও মানুষকে শেখানো হয়। যত দর্শণ দিয়েই মানুষকে যত দেয়ালই দেয়া হোক শেষ পর্যন্ত প্রাণ মিশে যাবে প্রাণেতে। আদিম প্রেম, ক্রোধ এবং পেটই প্রাধাণ্য পাবে যুগ যুগ ধরে।
মানুষের বুদ্ধিবৃত্তি বা চিন্তা করার ক্ষমতা যাই থাকুক মানুষ অন্য সকল প্রাণের মত একই আচরণে নিমগ্ন। এটা মেনে নিলেই আর কিছুর বাড়তি ছায়া দরকার হয়না। কিন্তু তবু কেনো রক্তে দোলা তুলে সুরের মুর্ছনা?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।