দুই নেত্রীর চরিত্রের একটা সহজিয়া রূপের তুলনামূলক আলোচনা করতে চাই । শেখ হাসিনা কাউকে যখন জড়িয়ে ধরেন কোন গরিব,দুস্থ ,নিঃস্ব মহিলা বা কাউকে তখন তাতে থাকে আন্তরিকতা । এটা তখন হয় কপটহীন সহজিয়া মাতৃরূপের প্রতিচ্ছবি । পুরাণ ঢাকার দুই বোনের ঘটনাটা উল্লেখ করা যায় । এই দুই বোন মাকে ফিরে পাবে না , কিন্তু শেখ হাসিনার নিপাট ভালবাসার আয়োজন ক্ষণিকের জন্য হলেও দুই বোনকে মা হারানোর বেদনা ভুলতে সাহায্য করেছিল ।
খালেদা জিয়াও কালে ভদ্রে কাউকে জড়িয়ে ধরেন যেহেতু রাজনীতি করেন । লক্ষ্য করলে দেখবেন সেটা নিতান্তই দায়সারা লৌকিকতা । সেখানে নেই আন্তরিকতা , কপট ভালবাসার ক্ষণিক অভিনয় ।
কোন এক পহেলা বৈশাখে শেখ হাসিনার একটা লেখা পড়েছিলাম । সে ছোট বেলার কাচা আম খাবার যে বর্ণনা উনি দিয়েছেন লবণ সহযোগে তাতে সবারই মুখে পানি চলে আসবে কিংবা উনাদের সেই বাঘাই নদীর যে বর্ণনা উনি দিয়েছেন সবারই ইচ্ছে করবে সেই বাঘাই নদীর তীরে যেতে ।
কিংবা বাংলাদেশের ওয়ানডে স্ট্যাটাস পাবার পর মানিক মিয়া এভিন্যুয়েতে ক্রিকেটারদের সংবর্ধনা অনুষ্ঠানে তার যে উল্লাস ।
খালেদা জিয়ার এই ধরনের কোন লেখা দেখা যায়না বা উনি লিখেন না বা উনি লিখেন ইংরেজিতে তাও আবার ......থাক । মোট কথা খালেদা জিয়ার এই ধরনের কোন সহজাত অভিব্যক্তির প্রকাশ দেখা যায় না ।
আশ কথা পাশ কথা ; সিলসিলা ছবিতে অ্মিতাভ বচ্চন কে জয়া ভাদুরির মা জিজ্ঞেস করেছিল সে কি খেতে পছন্দ করে । অমিতাভের উত্তর ছিল মায়ের হাতের যে কোন রান্না ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।