আহসান জামান
আবার করছি সেই নির্মাণ
তাই এই ফিরে আসা
শেফালী ছুঁয়ে, জুঁই কুঁড়িয়ে
ভোরের বাতাস গায়ে মাখা।
ফুরালো লম্বা রাত্রি এক;
ধবল ফেনার মতো ভোর জমা হল।
সেই আকীর্ণ ধূসর স্মৃতি জুড়ে আজ কোনো
ব্যথা নেই, অতীত নেই। কেবল নির্মাণে,
কেবল আরশীতে গেঁথে তোলা
নতুন দিগন্তের কারুকাজ;
দিকবিহীন প্রশ্ন আর চিন্তার করাঘাত।
দু'দন্ড দাঁড়ায় পথিক, পাখির ডানায় ঝড়ের দাপট;
সারা গায়ে আজ মক্তবের ডাক,
ইস্কুলের ডাক-নামতার সুর।
ফিরে এলাম এই আবাদী জমিনে
শারদের ক্লান্তি নিয়ে, হেমন্তের আর্বিভাবে
ফিরে এলাম নির্মাণে।
তা যদি হয় দুঃখ, কষ্ট, জয়, পরাজয়
অথবা কারোর ভুলের অবহেলা
এমন কী সে এক নারী; আমার শ্বাশত শ্লোগান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।