I am the master of my fate, I am the captain of my soul. শ্বাশত প্রেমের কবিতা ও গানের রচয়িতা কাজী নজরুলের ১১৩ তম জন্ম বার্ষিকির শুভেচ্ছা সবাইকে। কাউকে প্রেমের গান শোনাতে হলে নজরুলের গানের বিকল্প হিসেবে কিছুই চোখে পরে না আমার। বিশেষ করে এই একটি গান। যতবারই শুনি, মন ভরে যায়। এই গান কারো শোনা বাকী থাকলে তার সম্পর্কে মন্তব্য করার মতন কিছুই আমি খুজে পাচ্ছিনা আপাতত।
এছাড়াও হাজারো কবিতা আর গানের রচয়িতা কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যের এক বিশাল অংশ জুড়ে রয়েছে কাজী নজরুল। তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কাউকেই নতুন করে কিছু বলতে হবে বলে মনে করিনা। সবাই ছোট সময়ে পাঠ্য বই গুলোতে পড়েছিল বলেই ধারণা আমার।
নজরুল সেই দিনই "বধ" করেছিলেন রবী ঠাকুরকে, যেদিন রচনা করেন "বিদ্রোহী" কবিতা।
নজরুলকে বেশিরভাগ মানুষ "বিদ্রোহী" কবি হিসেবে জানলেও এই একটি গান দিয়ে তার মনের প্রেমিক পুরুষটির সঠিক মাপ কাঠি যে কেউ জেনে যাবে আশা করি। এছাড়াও আরও অনেক অসাধারণ গান রয়েছে নজরুলের।
মাঝে মাঝে কষ্ট লাগে দেখলে রবীন্দ্রনাথ কে নিয়ে যতটা লাফালাফি করে মানুষ, তার চেয়ে কোন অংশে কম নয় আমাদের নজরুল। তাও অনেকে লোক দেখাইতে রবীন্দ্র সঙ্গীত শোনে। নাইলে "জাত গেল জাত গেল" টাইপ অবস্থায় পরতে হবে চিন্তা কইরা।
তাদের অনেককেই নজরুল গীতি কখনোই শুনতে দেখিনি। এইটাই খারাপ লাগে।
কলকাতার বাঙ্গালী দের কথা নাহয় ছেড়েই দিলাম। যেখানে নিজের দেশের মানুষই ঠিক নাই, জাতীয় কবির কদর করে না। সেখানে অন্য দেশের মানুষ টাইনা কি লাভ।
কেউ এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর আর নজরুল শীর্ষক তর্ক বিতর্ক আলোচনা করবেন না। তাইলে কথা হজম করার ক্ষমতা সহ করবেন অবশ্যই। আমি এইখানে রবীন্দ্রনাথকে ছোট করে দেখছি না। শুধু এই টুকু মনে করিয়ে দিতে চাই সবাইকে যে নজরুল কি ছিলেন এবং সেই তুলনায় তার পৃষ্ঠপোষকতা আমরা কতটুকু করছি এবং কতটুকু করা দরকার।
সখী সে হরি কেমন বল
-কাজী নজরুল ইসলাম
সখী সে হরি কেমন বল
নাম শুনে যার এত প্রেম জাগে
চোখে আনে এত জল।
।
সে কি আসে এই পৃথিবীতে
গাহি রাধা নাম বাঁশুরীতে
যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল। ।
তারে কি নামে ডাকিলে আসে
কোন রূপ ও গুন পাইলে সে
রাধাসম ভালবাসে।
সখী শুনেছি সে নাকি কালো
জ্বালে কেমনে সে এত এল
মায়া ভুলিতে মায়াবী সে নাকি
করে গো মায়ার ছল।
।
+----------------------------------------+
http://www.youtube.com/watch?v=i3pLMW9BkVs
সারাদিন সুযোগ পেলে আশাকরি অনেক অনেক পছন্দের সব নজরুলগীতি সহ আপনাদের সামনে আসবো। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।