আমাদের কথা খুঁজে নিন

   

বসুন্ধরার মালিক, পোলার নামে তো খুনের অভিযোগও ছিল, তার খবর কি?

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

বসুন্ধরা মালিক দেখলাম গুষ্টিশুদ্ধা আদালতে গিয়া বিচারকের হাত-পা ধরতেছে। করফাকির মামলায়। কিন্তু যতদূর মনে পড়ে এই হালাদের নামে তো খুনের মামলাও ছিল, তারপরে বাবর-তারেকেরে একশ কোটি ঘুস দেবার মামলাও ছিল। কিন্তু এখন আর সেইগুলার কোন খবর শুনি না। একজন মানুষের বিরুদ্ধে যে ক'টা মামলা আছে তা যদি সবগুলা অপরাধের সাথে সম্পৃক্ত হয় তবে কেন আলাদা আলাদা বিচার হয় বুঝি না। মানুষ তো একটাই। ধরেন একজন খুন করছে, তার কিছুদিন আগে ডাকাতি করছে - এখন দুইটা মামলা আলাদা হইলেও আদালতে তো একই সাথে উপস্থাপিত হইতে পারে। একই আদালত একই সময় দুইটা মামলার অপরাধই তো খতিয়ে দেখতে পারে? জানি না আইন-আদালতের নিয়ম কানুন কেমন। সোবহান মিয়া বেশ ভদ্রোচিত একটা মামলায় এখন আদালতের মুখোমুখি - বিচ্ছিন্নভাবে মামলা পরিচালনায় ভুইলা যাইতে হয় যে এই সালারপোসালাদের নামে খুনের অভিযোগও রইছে!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.