আমাদের কথা খুঁজে নিন

   

লিখাটা সবার জন্য প্রযোজ্য না

সমাজের সব ভাইরাস থেকে মুক্তি চাই, জীবন এর এই ভাইরাস গুলো জীবন টা কে স্থবির করে দিতেছে

------ --------- ------------- ----------------- ---------------------- ---------------------------- ______________________________________________________________________________________________________ অনেক দিন ধরে এ লিখব বলে ভাবছি। আমি এই ব্লগ পড়ি অনেক দিন ই হলো, খুব কম ই লিখি। তবে আমি নিয়মিত পাঠক। প্রতিদিন ই ৩-৪ ঘন্টা আমি এ ব্লগ এ থাকি। অনেক দিন ধরে ই এক টা স্টিকি পোস্ট চোখে পড়ছে।

আচ্ছা ব্লগ কি কোন সাহায্য প্রতিস্টান? একজন শিক্ষকের জন্য হাত পাতছি লিখা টা দেখতে দেখতে আমি খুব ই বিরক্ত। ভাই রে ব্লগ এ কেও ই হাত বাড়িয়ে দিবে না, বরং আমার মত সবাই বিরক্ত ই হয়, এমন এক টা পোস্ট হয়ত ২ দিন থাকতে পারে স্টিকি অবস্থায়, এর বেশি কখন ই না। এর পরে আসা যাক রি পোস্ট এর বেপারে, কিছু কিছু পোস্ট কিছু পাগল এ প্রতিদিন ই এক বার করে দেয়, এতে করে ব্লগ এর প্রতি বিরক্ত হয়ে যায় পাঠক। এক টা পোস্ট এ আমি খুব গালিগালাজ করেছিলাম বার বার দিয়েছিল বলে পরে আমাকে ব্লক মারছে। যখন ই আসি ওই বেকুব টার রিপোস্ট দেখতে দেখতে খুব অসহায় হয়ে গালি দিয়েছিলাম।

আমাদের এই প্রিয় ব্লগ এর মোড রা কি করে? ওনারা কি বিসয় গুলো দেখেন না? ___________________________________________________ অনেক দিন পর বাংলা লিখলাম। যদি কোন বানান ভুল থাকে পাঠক ক্ষমা সুন্দর দৃস্টি তে দেখবেন। আর মোড রা বিষয় গুলো দেখবেনঅনেক দিন ধরে এ লিখব বলে ভাবছি। আমি এই ব্লগ পড়ি অনেক দিন ই হলো, খুব কম ই লিখি। তবে আমি নিয়মিত পাঠক।

প্রতিদিন ই ৩-৪ ঘন্টা আমি এ ব্লগ এ থাকি। অনেক দিন ধরে ই এক টা স্টিকি পোস্ট চোখে পড়ছে। আচ্ছা ব্লগ কি কোন সাহায্য প্রতিস্টান? একজন শিক্ষকের জন্য হাত পাতছি লিখা টা দেখতে দেখতে আমি খুব ই বিরক্ত। ভাই রে ব্লগ এ কেও ই হাত বাড়িয়ে দিবে না, বরং আমার মত সবাই বিরক্ত ই হয়, এমন এক টা পোস্ট হয়ত ২ দিন থাকতে পারে স্টিকি অবস্থায়, এর বেশি কখন ই না। এর পরে আসা যাক রি পোস্ট এর বেপারে, কিছু কিছু পোস্ট কিছু পাগল এ প্রতিদিন ই এক বার করে দেয়, এতে করে ব্লগ এর প্রতি বিরক্ত হয়ে যায় পাঠক।

এক টা পোস্ট এ আমি খুব গালিগালাজ করেছিলাম বার বার দিয়েছিল বলে পরে আমাকে ব্লক মারছে। যখন ই আসি ওই বেকুব টার রিপোস্ট দেখতে দেখতে খুব অসহায় হয়ে গালি দিয়েছিলাম। আমাদের এই প্রিয় ব্লগ এর মোড রা কি করে? ওনারা কি বিসয় গুলো দেখেন না? ___________________________________________________ অনেক দিন পর বাংলা লিখলাম। যদি কোন বানান ভুল থাকে পাঠক ক্ষমা সুন্দর দৃস্টি তে দেখবেন। আর মোড রা বিষয় গুলো দেখবেন।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.