ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজে মাস্টার্স কোর্স পরিচালনা করে থাকে। ২০১০-২০১১ শিক্ষাবর্ষে মাস্টারস ইন জাপানিজ স্টাডিজ কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত। যেকোনো বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী যে কেউ এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। যেসব প্রার্থী স্নাতক পরীক্ষায় অংশ নিয়েছেন কিন্তু ফল প্রকাশ হয়নি, তাঁরাও এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন।
তবে যে প্রার্থীর কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী রয়েছে, তারা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন না।
প্রার্থীরা জাপান স্টাডি সেন্টার, কক্ষ নম্বর: ১০৩৫ (নিচ তলা), কলা ভবন থেকে ৭০০ টাকা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। এই কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১৫ এপ্রিল সকাল ১০টা থেকে ১১ পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীরা ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।