আমাদের কথা খুঁজে নিন

   

নিবেদিত শব্দমালা

কাঠগোলা সাইফ

সেই সব নিবেদিত শব্দের কথা বলছি যা উচ্চারণ করা হয় নি বা শুনতে চায় নি কেউ, যারা হৃদপিন্ডে যাযাবর ছিল; যারা একান্তই আমার, থাকবেও কেউ না শোনা পর্যন্ত। কী নিদারুন অপঘাতে তাদের প্রত্যহ বলি হতে হয়, কেউ জানে না যখন জানতে চায় নি কেউ আমিও বলি নি শালীন নিবেদিত শব্দমালা; ওরা তোমাকে চেনে, হাড় কাঁপানো শীত উপেক্ষা করে ওরা আমাকে সঙ্গ দিয়েছে তোমাকে দেখবে বলে, তোমার কাছে যাবে বলে। ওরা এক একটি এখন ফিলিস্তানিদের মত স্বাধীনতা প্রত্যাশী হৃদপিন্ড হয়েছে কারাগার সাত সকালে ওরা জাগিয়েছে আমায়, সারারাত পাহারা দেয়া ফুলের ঘ্রাণ মেখে সুবাসিত ওরা আমাকে আজ আর ছাড়বে বলে মনে হয় না, একি! কারা যেন পাঁজরে চিমটি কাটছে; শুনতে পাচ্ছ তুমি নতজানু আমি তোমার পা অবধি হাঁটু গেড়ে বলতে চাই- আমি তোমায় ভালবাসি, প্লিজ এই সব নিবেদিত শব্দমালাকে মুক্তি দাও যারা আজীবন আমার অনুগত ছিল, তুমি ধারণ কর ওদের আর আমি আবারও!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.