নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই
সহজাত মৃত্যুকে ঘুমের স্বীকৃতি দিতে আমরা নারাজ
কেননা
বমিভর্তি মাছিদের গোত্রে আমাদের জন্ম
ধূর্ত হলুদ খেঁকশিয়ালের
পোস্টমর্টেম রিপোর্টকে
আদর্শ ধরে নেয়ায় ঘুমন্ত আত্মাদেরও মনে হবে মৃত
যেমন করে জ্ঞানপাপীরা
উপার্জন নিশ্চিত করে মরে যায়,
প্রযুক্তিবিদেরা অঙ্ক কষে সেতু গড়ে,
ঢালাই লোহার সেতুতে হাতুড়ির প্রচণ্ড ফুলকি লুকিয়ে
রেসকোর্সের ময়দানে
হর্ষধ্বণি উপেক্ষা করে
পতিত ঘোড়ার অস্থিকেই জীবনের সঞ্চারপথ বলে
কাক কিংবা শৃগালের মৃত্যুগুলো
আমাদের চেনার হয়তো প্রয়োজনই ছিল না
কিন্তু শেষ পর্যন্ত প্যারাফিন পোড়ানোর স্বার্থে
শোক পালনের সুবিধার্তে
গেলাস গেলাস মদতরঙ্গের মূর্ছনা তুলতে
তাদের মেরে ফেলা হলো,
এভাবেই বাদামীচক্ষুর কাককে শোকবই চাপা দেয়া হয়
বহু শতাব্দী ধরে মৃত্যু ও ঘুমকে যে সমার্থক বলেছিল
----
ব্লগার পাপতাড়ুয়ার লেখা কবিতায় মন্তব্যকৃত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।