------ নিবেদিত পংক্তিমালা
-----------------------------------
তুমি আসবে বলেই আমার এতসব আয়োজন-
বাগানের একটা ফুলকেও ঝরতে দেইনি,
পূবের বাগানে সূর্যমুখীরা ফুটে আছে-
সন্ধ্যামালতীরা তোমাকে অভ্যর্থনা জানাবে।
তুমি আসবে বলেই-
আমি দখিনা জানালাটা খুলে রেখেছি
যদি পথ ভুলে যাও
তবে আমার জানালাটা দেখেই চিনবে তুমি।
বেডরুমের টেবিলে তোমার দেয়া ডাইরিটা
সখের মিউজিক কার্ডগুলো সব সাজিয়ে রেখেছি
তুমি আসলেই মিষ্টি সুরে বেজে উঠবে
একের পর এক।
সারা বাড়ি তন্ন তন্ন করে ঘুরে ফিরে
ঘুচিয়ে রেখেছি সব-
বেলকনির টব সারি বাধা-
চড়ুই পাখির কিচির মিচির নেই।
বেসিনের ওদিকটায় এখন আর ভিজে নেই,
একশো ওয়াটের লম্বাটে বাল্বটা জ্বলবে।
দেয়াল ঘড়িটা অযত্নে পড়েছিল এতোদিন
সেটাও ঝুলিয়ে রেখেছি দেয়ালে।
যেখানে এসে বসবে তুমি, আর বলবে-
'চমৎকার হয়েছেতো!
কে সাজোলো বুঝি ঘরটা?'
সারা নিউমার্কেট ঘুরে ছবি পাইনি
সবশেষে 'বতিচেল্লির ভেলাসের ছবি'
কি এক অদ্ভুদ শিল্প কৌশল!
তোমার পছন্দ হবে কিনা জানিনা।
থিয়েটারে নাটক দেখতে গিয়ে একদিন বলেছিলে-
'হেলাল হাফিজের কবিতা আমার খু-উ-ব পছন্দ'
'যে জলে আগুন জ্বলে' আছে বুক সেলফে-
রবি-নজরুল-সুকান্ত-সুনীল-হুমায়ূন সব-ই তোমার জন্য।
তোমার পুরনো চিঠি সব লুকিয়ে রেখেছি
তুমি এসে কি বলে ফেল-পাছে এই দ্বিধা-ভয়,
তাই-
ওয়্যারড্রোবের শর্ট জিন্সের পকেটে
সব স্তরে স্তরে
মিষ্টি পারফিউম মেখে রুমাল মুড়িয়ে বেধে রেখেছি
তোমার ভালোবাসার কথাগুলি।
তুমি আসবে বলেই আমার এতসব আয়োজন-
দিনভর অপেক্ষা-
পথ চেয়ে বসে থাকা।
নভেম্বর ২০০৯
মোহাম্মদপুর, ঢাকা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।