আমাদের কথা খুঁজে নিন

   

কচ্ছপ

এতকিছু ... ওই সিনেমার জন্যই...

আজ অফিস নেই। ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট তুলবে বলে ছুটি নিয়েছে ইন্তেহাদ। সকাল সকাল ক্যাম্পাসে প্রবেশ করে পরিচিত দোকানের লাল চা খেতে খেতে সে ভাবছিল দুই বছরে সবকিছু কেমন বদলে গেছে। সব মুখই বলতে গেলে অপরিচিত। এদের কাউকেই সে চেনে না।

হঠাৎ তার চোখ আটকে যায় একটু দুরে দাড়িয়ে থাকা এক মানবীর দিকে। যাকে বহুদিন ধরে চেনে ইন্তেহাদ। চেনে মানে চেহাবায় চেনে, নাম জানে না। ইন্তেহাদ কল্পনাও করতে পারেনি হঠাৎ এক সকালে ক্যাপাসে ঝটিকা সফর করতে গিয়ে সে এই মানবীর দেখা পাবে। যদি গত দুই বছরের এরকম আরো ছোট ছোট ঝটিকা সফরে প্রায় অলৌকিকভাবেই তার দেখা পেয়েছে ইন্তেহাদ।

কখনো কথা বলা হয়নি। তার মনে হয় একটি সিনেমার সাহসী সংলাপ “আজ আমি বলবোই, চা খাবেন?” এগিয়ে যায় ইন্তেহাদ। বলে, আই অ্যাম স্যরি। মেয়েটি বললো, কেন? : এই যে কোন যোগাযোগ নেই সেতু নেই পরিচয় নেই, তবু কথা বলছি এজন্য দুঃখিত। : ও আচ্ছা।

: আমার কাছে আপনার জন্য একটা জিনিস আছে। এটা কী আপনাকে দিতে পারি? : কি? পকেট থেকে কাগজে মোড়ানো একটি জিনিস মেয়েটির হাতে দিয়ে বললো, চারটি কচ্ছপ। মেয়েটি মোড়ানো কাগজ খুলে দেখে মাটি দিয়ে তৈরী ছোট ছোট তিনটি কচ্ছপ। মেয়েটি ইন্তেহাদের দিকে তাকিয়ে বলে, এ তো দেখি তিনটে। আরেকটা কচ্ছপ কি আপনি? ইন্তেহাদ তার স্বভাবজাত লজ্জায় মাথা নিচু করে থাকে।

কিছূই বলে না। মেযেটি বললো, চা খান। দুটো লেবু চায়ের অর্ডার সে কিছুক্ষন আগেই দিয়ে রেখেছিল। যে মেয়েটির নাম ইন্তেহাদ এখনো জানে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।